কাউনিয়ায় সড়ক দূর্ঘটনায় বৃদ্ধ আহত
কাউনিয়ায় অটোর ধাক্কায় আকবর আলী (৬৫) নামের এক গরু ব্যবসায়ী গুরুত্বর আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে উপজেলার ভায়ারহাট -কাউনিয়া সড়কের গোবরাপাড়া কালিকাপুর নামক স্থানে এ দূর্ঘটনা ঘটেছে।
পড়ুন>>নিষিদ্ধ হলো ঐতিহাসিক সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ
প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে, বৃহস্পতিবার দুপুরে উপজেলার টেপামধুপুর গোবরা পাড়া গ্রামের বাসিন্দা বরকত আলীর পুত্র গরু ব্যবসায়ী আকবর আলী (৬৫) সাইকেল যোগে স্থানীয় হাটে যাওয়ার সময় একটি অটোরিকশা তাকে ধাক্কা দিলে সে গুরুত্বর আহত হয়।
প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেয়া হয়। তার অবস্থার অবনতি ঘটলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
Leave a Reply