রংপুরের কাউনিয়ায় প্রতারকের কাছে বেতন বোনাসের ৬৪ হাজার টাকা খোয়ালেন স্বাস্থ্য পরিদর্শক।
বেশি লাভের আশায় কম দামে ওমানের টাকা কিনে প্রতারকের খপ্পরে পরে ব্যাংক থেকে তোলা পূজার বোনাস ও বেতনের ৬৪ হাজার টাকা খোয়ালেন স্বাস্থ্য পরিদর্শক দুলাল চন্দ্র চৌধুরী।
প্রতারণার শিকার উপজেলার কুর্শা ইউনিয়নের শিবু কুন্ঠিরাম গ্রামের বাসিন্দা সহকারী স্বাস্থ্য পরিদর্শক দুলাল চন্দ্র চৌধুরী মঙ্গলবার বিকালে সোনালী ব্যাংক থেকে দূর্গা পূজা উপলক্ষে পূজার বোনাস ও মাসিক বেতনের ৮৬ হাজার টাকা উত্তোলন করে পায়ে হেঁটে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের দিকে যাচ্ছিলেন।
সরকারি খাদ্য গুদামের সামনে পৌঁছিলে চার্জার অটো সহ ২ জন ও ক্রেতা সেজে ২ জন সহ ৪ জন অপরিচিত লোক ওমান দেশের ১০০ টাকার নোট যার মূল্য ২৮ হাজার বলেন।সেটি মাত্র ১০,৬৬৬ টাকায় অর্থাৎ কম দামে তা কেনা বেচা হচ্ছে।
দুলাল চন্দ্র চৌধুরী এ ওমানের টাকা কেনা বেচার দৃশ্য দেখতে গিয়ে তিনিও লোভে পরে ওমানের ১০০ টাকার ৬ টি নোট ৬৪ হাজার টাকা দিয়ে বেশি লাভের আশায় কিনে নেয়।
হাসপাতালে গিয়ে একজন ডাক্তার কে ওমানের টাকা কম দামে কেনার বিষয় জানালে ওই ডাক্তার মোবাইলে সার্জ দিয়ে দেখেন ওমানের ১০০ লেখা টাকা টি ১০০ টাকা নয় ১০০ পয়সা মূল্যের। ১০০ পয়সায় ১ টাকা।
ওমানের ১টাকায় বাংলাদেশের ২২৮ টাকা। প্রতারণার বিষয় বুঝতে পেরে দুলাল চন্দ্র চৌধুরী সহ কয়েক ঘটনা স্থলে এসে প্রতারক দের আর খুঁজে পায়নি। এ ধরনের ঘটনায় এলাকার মানুষ হতভম্ব হয়ে পড়েছে।
কাউনিয়া থানা অফিসার ইনচার্জ ওসি মোন্তাছের বিল্লাহ বলেন এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেন নি।
Leave a Reply