রংপুরের কাউনিয়ায় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
কাউনিয়ায় টেপামধুপুর হাইস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা ওই স্কুল মাঠে শনিবার বিকালে অনুষ্ঠিত হয়েছে।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি এমপি।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মাজেদ আলী বাবুল, কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিদুল হক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোন্তাছের বিল্লাহ, টেপামধুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রাশেদুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জমশের আলী , কুর্শা ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ, হারাগাছ ইউপি চেয়ারম্যান রাজু আহমেদ, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আশরাফুল আলম প্রমুখ।
এসময় হাজারো ফুটবলপ্রেমী দর্শনার্থী উৎসবমুখর পরিবেশে খেলা উপভোগ করেন। খেলায় ১-০ গোলের ব্যবধানে সৈয়দপুর স্পোর্টিং ক্লাব অন্নদানগর স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে। শেষে বিজয়ী ও বিজেতা দলের অধিনায়কের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
Leave a Reply