অসীম উপকারী ফল তেঁতুল। সব যুগের সব বয়সী নারী’র সবচেয়ে লোভনীয় ফল হলেও পুরুষদের জন্য খুবই উপকারী।
তেঁতুল এমন একটি ফল,যার এর নাম শুনলেই জিভে পানি আসে না এমন লোক খুজে পাওয়া যাবে না।
তবে শুধু স্বাদের দিক থেকেই নয়, আমাদের স্বাস্থ্যের জন্যও এই ফলটি অসাধারণ।শরীরেরগুরুত্বপূর্ণ অঙ্গগুলোর কর্মক্ষম’তা বাড়াতে তেঁতুলের জুড়ি মেলা ভার।
এতে রয়েছে অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান যা দেহের প্রদাহ কমিয়ে বিভিন্ন রোগ দূরে রাখে। দৃষ্টিশক্তি, ত্বক বা শারীরিক নানা সমস্যায় ফলটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই রোগ মুক্ত সুস্থ শরীরের জন্য নিয়মিত তেঁতুল খাওয়া যেতেই পারে। পড়ুন>> ছাদে লেবু চাষ
শক্তি: -২৩৯ kcal (১,০০০ কি.জুল)
শর্করা: -62.5 g
চিনি: -57.4
খাদ্যে ফাইবার: -5.1 g
স্নেহ পদার্থ -0.6 g
সুসিক্ত স্নেহ পদার্থ – 0.272 g
একক অসুসিক্ত – 0.181 g
বহু অসুসিক্ত – 0.059 g
প্রোটিন – 2.8 g
ট্রিপ্টোফ্যান – 0.018 g
লাইসিন- 0.139 g
মেথাইনিন -0.014 g
ভিটামিনসমূহ
ভিটামিন এ সমতুল্য- (0%) 2 mg
ভিটামিন এ – 30 IU
থায়ামিন (বি১)- (37%) 0.428 mg
রিবোফ্লাভিন (বি২) – (13%) 0.152 mg
ন্যায়েসেন (বি৪) – (13%) 0.152 mg
প্যানটোথেনিক অ্যাসিড- (বি৫) (3%) 0.143 mg
ভিটামিন বি৬- (5%) 0.066 mg
ফোলেট (বি৯) – (4%) 14 μg
কোলিন – (2%), 8.6 mg
ভিটামিন সি -(4%) 3.5 mg
ভিটামিন ই – (1%) 0.1 mg
ভিটামিন কে- (3%) 2.8 μg
ধাতুসমুহ
ক্যালসিয়াম- (7%) 74 mg
লোহা- (22%) 2.8 mg
ম্যাগনেসিয়াম- 2.8 mg 2.8 mg
ফসফরাস- (26%) 113 mg
পটাশিয়াম -(13%) 28 mg
সোডিয়াম – (2%) 28 mg
দস্তা – (1%) 0.1 mg
অন্যান্য উপাদানসমূহ:
পানি- 31.40 g (সুত্র – তেঁতুল ইউকিপিডিয়া)
টানা ১ মাস তেঁতুল খেলে আ’মাদের দেহে এমন সব পরিবর্তন আসে যা অকল্পনীয়।
এবার চলুন জেনে নিই কি সেই পরিবর্তনগুলো-
১।হজম ক্ষমতা বাড়ায়
বহুকাল ভারি খাবার খাওয়ার পর টক জাতীয় খা’বার খেয়ে আসছে মানুষ। তবে সবচেয়ে কার্যকরী যে টক, সেটা হলো তেঁতুল। তেঁতুলের ডায়াটারি ফাইবার হজমে সহায়ক অ্যাসিডের ক্ষরণ নিশ্চিৎ করে।
ক্রনিক কনস্টিপেশনের মতো সমস্যা দূর করতেও তেঁতুল দারুন কাজে আসে। এক কথায় পেটের ভিতরে ঘটে চলা ছোট-বড় প্রতিটি কাজের ক্ষেত্রে ভূমিকা রাখে এই ফলটি। ফলে যে কোনও ধরনের পেটের রোগ হওয়ার আশঙ্কা হ্রাস পায়।
পড়ুন>> HSCপদার্থ বিজ্ঞান ২য় পত্র ১১শ অধ্যায় জ্যোর্তি বিজ্ঞান (ক ও খ) প্রশ্ন ও উত্তর
২. হৃৎপিণ্ড চাঙ্গা হয়ে ওঠে
রক্তচাপ বেড়ে গে’লে তাৎক্ষণিকভাবে তেঁ’তুল খাওয়াতে বলেন বড়রা। কিন্তু এতে কোনো উপকা’র হয় বলে জানা যায় না। কিন্তু নিয়মিত খেলে উপকার পাওয়া যায় এটা প্রমাণিত।
তেঁতুলের বিভিন্ন ভিটামিন এবং খনিজ পদার্থ ব্লাড প্রে’সার নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। সেই সঙ্গে রক্তে উপস্থিত ক্ষতিকর কোলেস্টেরলের মাত্রা কমায়।
আর যেমনটা আপনাদের সকলেরই জানা আছে যে, হার্টের কর্মক্ষমতা কমাতে ব্লাড প্রেসার এবং কোলেস্টেরল কমাতে ভূমিকা রাখে।
তাই শরীর যখন এই দুই ক্ষতিকর রোগ থেকে দূরে থাকে, তখন স্বাভাবিকভাবেই হার্টের স্বাস্থ্যের উন্নতি হয়। নিশ্চয়ই বুঝতে পেরেছেন তেঁতুল খাওয়া কতটা উপকারী।
৩. রক্ত প্রবাহের উন্নতি ঘটে : তেঁতুলে রয়েছে প্রচুর মাত্রায় আয়রন। যা শরীরে লো’হিত রক্ত কণিকার পরিমাণ বাড়ায়। ফলে দেহে রক্তস্বল্পতা দূর করে। আমাদের দেশের সিংহভাগই নারীই অ্যানিমিয়ার শিকার।
৪. নার্ভের কর্মক্ষমতা বাড়ে: বি কমপ্লেক্স হল এমন ভিটামিন, যা ব্রেইন ফাংশনের উন্নত ক’রার কাজে অংশ নেয়। এই ভিটামিনটি দেহের স্নায়ুকোষের শক্তি বাড়ায়। ফলে স্বাভাবিকভাবেই কগনেটিভ ফাংশনে উন্নতি ঘটে। সঙ্গে বুদ্ধি এবং স্মৃতিশক্তিও বাড়’তে শুরু করে। আর তেঁতুলে বি কমপ্লেক্স ভিটা’মনিটি রয়েছে প্রচুর মাত্রায়।
৫. ওজন হ্রাসে সাহায্য করে: তেঁতুল আমাদের দেহে হাইড্রোক্সিসিট্রিক অ্যাসিড বা এইচ সি এ-এর মা’ত্রা বৃদ্ধি করে।
এই উপাদানটি শরীরের অতিরিক্ত চর্বি ঝরিয়ে ওজন কমাতে বিশেষ ভূমিকা পালন করে।
৬. ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে
সরাসরি না হলেও পরোক্ষ’ভাবে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে তেঁতুল দারুনভাবে কাজ করে। ফলটি কার্বোহাইড্রেটের শোষণ মাত্রা কমিয়ে দিতে সক্ষম। ফল ডায়াবেটিসে আক্রান্ত হওয়া’র আশঙ্কা হ্রাস পায়।
৭. রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি : আরও শক্তিশালী হয়ে ওঠে প্রচুর মাত্রায় ভিটামিন সি থাকায় তেঁতুল শরীরে অ্যান্টি’অক্সিডেন্ট বৃদ্ধি করে।
ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা এতটা শক্তিশালী হয়ে ওঠে যে শুধু সংক্রমণ নয়, ছোট-বড় কোনো রো’গই ধারে কাছে ঘেঁষতে পারে না।
অনেকেই বলেন তেঁতুল খেলে রক্ত পানি হয়ে যায়।
এমন ধারণা একদমই অমূলক। এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। আর যারা মনে করেন তেঁতুল শুধু মেয়েদের ফল, তারা লজ্জা ভেঙ্গে তেঁতুল খেতে শুরু করুন। তাহলে বুঝবেন মেয়েরা তেঁতুল খেয়ে আপনাদের চেয়ে এগিয়ে আছে।
[…] জেনেনিন তেতুলের উকারীতা >>নাম শুনলেই সবারই জিভে পানি আসে: […]
[…] জেনে নিন>> অসীম উপকারী ফল তেঁতুল […]
thank you so much for this astonishing website me and my kin best-loved this self-complacent and penetration