কুড়িগ্রামের রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের দাঁতভাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলামের বিরুদ্ধে সালিশ বৈঠকে তিন বোনের বিরুদ্ধে অশ্লীল আচরণের অভিযোগ এনে থু থু খাওয়ানোর অভিযোগ উঠেছে।ঘটনাটি ঘটেছে গত ১৫ আগস্ট (শনিবার) সকালে রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের সীমান্তবর্তী ছাটকড়াইবাড়ী গ্রামে। নির্যাতিত ওই তিন বোনের নামে মিথ্যে অভিযোগ এনে গ্রামবাসীর সামনে নাকে খত দেয়ার পাশাপাশি ভুক্তভোগী তিন বোনকেই জোর করে থু থু খাওয়ানো হয়েছে।
এক সপ্তাহ আগে ঘটনাটি ঘটলেও এতদিন ভয়ে কারো কাছে মুখ খোলেননি নির্যাতিতরা। পরে প্রতিবেশিরা সাহস যুগিয়ে এ ঘটনার প্রতিবাদ জানাতে বললে শুক্রবার (২১ আগস্ট) বিচারে থু থু খাওয়ানোসহ নির্যাতনের কথা স্বীকার করেন তারা। প্রধান শিক্ষকের হাতে নির্যাতিত বোনেরা অভিযোগ করেন, মিথ্যে অভিযোগ তুলে প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, মোকছেদ দেওয়ানী ও আজাহার আলী বিচারের নামে আমাদের নির্যাতন করেছেন। এ ঘটনার পর থেকে আমরা লজ্জায় ও অপমানে কারও কাছে মুখ দেখাতে পারছি না। অপমানের যন্ত্রণা সহ্য করতে পারছি না। বার বার মনে হয় নিজেকে শেষ করে দেই।
থানায় অভিযোগের বিষয়ে জানতে চাইলে তারা বলেন, আমরা দরিদ্র পরিবারের মেয়ে। আর প্রধান শিক্ষক সাইফুল ইসলাম রাজনৈতিক ছত্রছায়ায় এলাকার প্রভাবশালী। এ কারণে ভয়ে তার বিরুদ্ধে অভিযোগ করার সাহস হয়নি।
নির্যাতিত পরিবারের সদস্য ও এলাকাবাসী নাম প্রকাশ না করার শর্তে জানান, মিথ্যে অপবাদে যারা বিচার করেছে তারা এলাকার প্রভাবশালী। এলাকায় তাদের দাপটে কেউ কথা বলার সাহস পায় না। গত ১৪ আগস্ট সন্ধ্যার দিকে স্থানীয় দুই ছেলে ওই মেয়েদের বাড়িতে অবস্থান নেয়। এসময় এলাকার কিছু ছেলে তাদের আটক করে এবং ছেলে দুটির কাছ থেকে ১৮ হাজার টাকা আদায় করে। বিষয়টি প্রধান শিক্ষকের কানে গেলে ইউপি সদস্যসহ কয়েকজনকে নিয়ে পরদিন জহুরুল ইসলামের বাড়ির সামনে রাস্তায় সালিশ বসানো হয়। বৈঠকে ওই ১৮ হাজার টাকা নিয়ে নেন প্রধান শিক্ষক। সেই টাকা ইউপি সদস্যসহ কয়েকজন ভাগ করে নেন। পরে তিন বোনকে অভিযুক্ত করে নাকে খত এবং থু থু খেতে বাধ্য করেন সালিশের বিচারক প্রধান শিক্ষক সাইফুল ইসলাম।এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য মিজানুর রহমান বলেন, সালিশের বিচারক প্রধান শিক্ষক উপস্থিত থেকে ওই মেয়েদের থু থু খাইয়েছেন। বিচারকদের অনেকবার বলেছিলাম আইন হাতে নিয়েন না। তবে টাকা নেয়ার বিষয়ে তিনি কিছু জানেন না বলে জানান।অভিযুক্ত প্রধান শিক্ষক সাইফুল ইসলাম নিকট ঘটনা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, অপরাধ করেছে তাই তাদের থু থু তাদেরকেই খাওয়ানো হয়েছে।
অপর অভিযুক্ত আজাহার আলী ও মোকছেদ দেওয়ানীর কাছে জানতে চাইলে তারা জানান, ওই তিন বোনকে অভিযোগের ভিত্তিতে গ্রামের সকলের সামনে থু থু খাওয়ানো হয়েছে। তারা অপরাধ করেছে তাই শাস্তি দেয়া হয়েছে।এ বিষয়ে দাঁতভাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান ছামছুল হক জানান, ঘটনাটি আমি শুনেছি। এমন ঘটনা ঘটানো কোনোভাবেই ঠিক হয়নি।রৌমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু দিলওয়ার হাসান ইনাম জানান, ঘটনাটি আমি শুনেছি। তবে এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। সুত্র;newsblogger12bd.blogspot.com21/8/22
Leave a Reply