রফিকুল হাসান রন্জুঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুকুরের পানিতে পড়ে
আব্দুল্লাহ নামের আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত আব্দুল্লাহ উপজেলার
ঈশ্বর বড়ুয়া গ্রামের রাসেল মিয়ার পুত্র।
প্রতিবেশীরা জানায়,শুক্রবার (২ অক্টোবর) দুপুর ১২টার দিকে রাস্তায় খেলতে
খেলতে শিশুটি সকলের অগোচরে বাড়ীর সামনের রাস্তার পাশের পুকুরে ডুবে যায়। শিশুটির
নানীসহ পরিবারের লোকজন খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরের পানির নড়াচড়া দেখে
চিৎকার শুরু করলে স্থানীয়রা এসে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার
মৃত্যু হয়। উল্লেখ্য যে মৃত আব্দুল্লাহকে নানীর কাছে রেখে তার মা বাবা উভয়ই ঢাকার
এক গার্মেন্টেসে চাকরি করেন।
ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সংশ্লিষ্ট ইউপি সদস্য মোঃ শহিদুল
ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Leave a Reply