নাগেশ্বরীতে নবগঠিত জেলা আহ্বায়ক কমিটিকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
কুড়িগ্রামের নাগেশ্বরীতে নবগঠিত জেলা আহ্বায়ক কমিটিকে অভিনন্দন জানিয়ে দলীয় নেতাকর্মীদের আয়োজনে এক বর্ণাঢ্য আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকাল ৪ঘটিকায় মিছিলটি উপজেলার দয়াময়ী পাইলট একাডেমি ফুটবল মাঠ থেকে শুরু হয়ে শরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়।
ডাক্তার ইউনুস এর নেতৃত্ব সমাবেশে বক্তব্য প্রদান করেন নাগেশ্বরী উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম সরকার, উপজেলা বিএনপি’র সভাপতি গোলাম রসুল রাজা, সিনিয়র সহ সভাপতি মো: শফিউল আলম শফি, সাধারন সম্পাদক মো: মোকলেছুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো: ওমর ফারুক, ড্যাব নেতা ডা: ইউনুছ, সাবেক ছাত্রদল সভাপতি ও উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মোঃ ফরহাদ হোসেন, উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ রোকনুজ্জামান চৌধুরী টুকুসহ আরো অনেকেই।
মিছিলে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। এ সময় জাতীয় ও দলীয় পতাকা নিয়ে নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে মুখরিত করেন পুরো এলাকা।
আনন্দ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা নবগঠিত আহ্বায়ক কমিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দলীয় কর্মকাণ্ডে নতুন উদ্যম নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। তারা বলেন, “নবগঠিত কমিটি দলের ভাঙন রোধ এবং ঐক্যবদ্ধ নেতৃত্ব প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
Leave a Reply