সাংবাদিকদের স্বার্থ রক্ষায় কাজ করছে প্রেস কাউন্সিল।
দেশের সাংবাদিকদের মান উন্নয়নে সারাদেশে কাজ করছে প্রেস কাউন্সিল। সারাদেশে ডাটাবেজে তালিকা তৈরির কাজটি চলমান। বাংলাদেশ প্রেস কাউন্সিলের দায়িত্ব হলো সাংবাদিকদের উন্নয়নে কাজ করা। তারা যাতে ন্যায় বিচার পায়, সেই বন্দোবস্ত করা। সেইসঙ্গে সাংবাদিকদের অন্যায়ের বিচারও করা হয়। বলে মন্তব্য করেছেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম ।
বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান আরো বলেন, সাংবাদিকতার মধ্যে অন্যায় করলে তার বিচার কাউন্সিলেও হতে পারে। তবে আইন হয়ে গেলে সকল বিচার প্রেস কাউন্সিলে করা সম্ভব হবে। অপ সাংবাদিকতা রোধে স্থানীয় প্রেসক্লাব,প্রশাসন ও পুলিশকে এক হয়ে কাজ করারও আহ্বান জানান তিনি।
অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) খন্দকার মুদাচ্ছির বিন আলীর সভাপতিত্বে প্রশিক্ষণে বক্তব্য রাখেন
প্রেস কাউন্সিলের সচিব শ্যামল চন্দ্র কর্মকার, অতিরিক্ত পুলিশ সুপার(মিডিয়া)মোঃ রুহুল আমীন,জেলা তথ্য অফিসার মো. শাহজাহান আলী,কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল খালেক ফারুক, সিনিয়র সাংবাদিক সফি খান, ছানালাল বকসী, এ্যাড.আহসান হাবীব নিলু প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন দৈনিক কালবেলার কুড়িগ্রাম জেলা প্রতিনিধি, সাইয়েদ বাবু সহ কুড়িগ্রামের প্রায় সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
এ প্রশিক্ষণে কুড়িগ্রামে কর্মরত অর্ধ শতাধিক সাংবাদিক অংশ নেন। প্রশিক্ষণ শেষে সাংবাদিকদের হাতে প্রত্যয়ন পত্র তুলে দেন বিচারপতি মোঃ নিজামুল হক নাসিম
Leave a Reply