ফুলকফি একটি শীত কালীন উৎকৃষ্ট সবজি। সুস্বাদু সবজী গুলোর মধ্যে অন্যতম।
জাত: হাইব্রিড জাতের ফুলকপি চাষ করলে ফলন অনেক বেশী পাওয়া যায়। হোয়াইট স্টোন,ফ্রেস মার্কেট,কোল্ড কুইন,সুদর্শন,হোয়াইট মাউন্টেন,হোয়াইট মার্বেল জাতের হাইব্রিড বীজ গুলো বেশ ভালো।
জেনে নিন>> লাভ জনক পদ্ধতিতে বাধা কফি চাষ
বীজ বপনের সময়ঃ ভাদ্র- কার্তিক মাস ফুলকপি বপণের উপযুক্ত সময়।
বীজের পরিমানঃ প্রতি শতাংশে ১২০-১৫০ টি চারা রোপন করতে হবে। আগাম চাষে লেট চাষের চেয়ে একটু বেশী চারা লাগে।
বীজ বপন পদ্ধতিঃ ফুলকপি বীজ বেডে/বীজ তলায় বপন করা যায়। বীজ বপনের পূর্বে বীজ রোদে ১-২ ঘন্টা রেখে ঠান্ডা করার পর বীজ তলায় বীজ বপন করতে হবে। এতে অঙ্কুরোদগম দ্রুততর হয়। বৃষ্টির সময় পলিথিন বা চাটাই দিয়ে বেড ঢেকে রাখতে হবে। যাতে চারা বৃষ্টিতে ভিজে না যায় চারায় বৃষ্টি পড়লে চারার গোড়া পচা যাবে।
জেনে নিন >> হাইব্রিড ধান চাষ পদ্ধতি
তৈরী ও সার প্রয়োগঃভালো ভাবে জমি চাষ করে রোদে শুকানোর সার প্রয়োগ করতে হবে।সারের পরিমান জমির উর্বরতার উপর ভিত্তি করে কম বেশী হতে পারে।
সার | জমি তৈরীর সময় | শেষ চাষের সময় | প্রথম উপরী প্রয়োগ | ২য় উপরী প্রয়োগ | ৩য় উপরী প্রয়োগ |
গোবর | ৫০ কেজি | – | – | – | – |
ইউরিয়া | – | ২০০ গ্রাম | ২০০ গ্রাম | ২০০ গ্রাম | ২০০ গ্রাম |
টিএসপি | – | ৮০০ গ্রাম | – | – | – |
ডি এ পি | – | – | – | ২০০ গ্রাম | ২০০ গ্রাম |
এমওপি | – | ২০০ গ্রাম | ২০০ গ্রাম | ২০০ গ্রাম | ২০০ গ্রাম |
জিপসাম | ২০০ গ্রাম | – | – | ২০০ গ্রাম | – |
জিংক | – | ৫০ গ্রাম | – | – | – |
বোরণ | – | ৫০ গ্রাম | – | – | ৫০ গ্রাম |
সালফার | ৫০ গ্রাম | – | – | ৫০ গ্রাম | – |
দানাদার কীটনাশক | – | ৭৫ গ্রাম | – | – | – |
পরিচর্যা: ফুলকপির চারা রোপণের ১৫ দিন পর চারার লাইনের ফাকের মাটি উইডার দিয়ে আলগা করে মাটিকে ঝুরঝুরে করতে হবে। জাত ভেদে ২৫/৩০ দিন পর ২য় উপরী সার প্রয়োগ করে গাছের গোড়ায় লাইনের পাশের মাটি তুলে দিয়ে নালা করতে হবে। এতে সেচ দিতে সুবিধা হবে। মাটিতে রস কমে গেলে মাঝে মাঝে সেচ দিতে হবে।
পোকামাকড় ও বলাই দমনঃ ফুলকপি চারা গজানোর পর থেকে ফসল তোলার ২৫ দিন পূর্ব পর্যন্ত নিয়মিত ম্যানকোজেব/কার্বাডিজেম ও কপার অক্সিক্লোরাইড জাতীয় ছত্রাক নাশক স্প্রে করতে হবে। ফুলকফি পোকা দ্বারা আক্রান্ত হলে সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশক স্প্রে করতে হবে।লেদা পোকার জন্য সাইপারমেথ্রিন ও ক্লোরোপাইরিফস কীটনাশক একত্রে বিকেলে গাছে স্প্রে করতে হবে।
আরও জানুন>>লাভজনক উপায়ে বেগুন চাষ পদ্ধতি
নিয়মিত বালাই নাশক ব্যবহার কান্ড পচা ও ফুল পচা রোগে আক্রান্ত হয় না।
ফুলকপি গাছের আকার দুর্বল ও কফির সাইজ ছোট হলে ডিএপি ও ইউরিয়া সার উপরী প্রয়োগ করতে হবে। জৈব উদ্দীপক হরমোন জিবরেলিক এসিড, নাইট্রো বেনজিন ইত্যাদি) ১৫ দিন পর পর ৩-৪ বার ব্যবহার করতে হবে। ফুলকপি গুটি আসা শুরু হলে ৬-৮ দিন পর পর সোহাগা স্প্রে করতে হবে।
[…] সুপার ফুড মিরাক্কেল শাক সজনে পাতা লাভ জনক পদ্ধতিতে ফুলকপি চাষ সহজেই লাভজনক পদ্ধতিতে লাউ চাষ করুন […]
[…] জেনে নিন>> লাভ জনক পদ্ধতিতে ফুলকপি চাষ Fulkaffi chash […]
[…] আলোক-অসংবেদনশীল স্বল্প মেয়াদি জাতগুলোর উপযুক্ত রোপণ সময় হচ্ছে ২৫ জুলাই-২৫ আগস্ট। এই সময়ের আগে লাগালে ইঁদুর ও পাখি আক্রমণকরে।আলোক-সংবেদনশীল জাতগুলোর(বিআর২২,বিআর২৩, ব্রি ধান৪৬, ব্রি ধান৩৪, ব্রি ধান৫৪, নাইজারশাইল) বপন সময় হলো ৩০ আগস্ট পর্যন্ত এবং রোপণ সময় হচ্ছে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত।সকল সুগদ্ধি এবং স্থানীয় জাত ১-২০ভাদ্র সময়ের মধ্যে রোপণ করতে হবে। জেনে নিন>>লাভ জনক পদ্ধতিতে ফুলকপি চাষ Fulkaffi chash […]
[…] জেনে নিন>> লাভ জনক পদ্ধতিতে ফুলকপি চাষ Fulkaffi chash […]
[…] জায়গা নির্বাচন করতে হবে। জেনে নিন>>লাভ জনক পদ্ধতিতে ফুলকপি চাষ Fulkaffi chash এক মিটার চওড়া এবং জমির দৈর্ঘ্য […]
[…] ইতোমধ্যে পাট পচে গেলে তা আঁশ ছাড়ানোর ব্যবস্থা নিতে হবে। পাটের আঁশ ছাড়িয়ে ভালো করে ধোয়ার পর ৪০ লিটার পানিতে এককেজি তেঁতুল গুলে তাতে আঁশ ৫-১০ মিনিট ডুবিয়ে রাখতে হবে, এতে উজ্জ্বল বর্ণের পাট পাওয়া যায়। পড়ুন>>লাভজনক পদ্ধতিতে ফুলকপি চাষ Fulkaffi chash […]
[…] বারি টমেটো-১০ (অনুপমা): ‘বারি টমেটো-১০’ একটি উচ্চ ফলনশীল সংকর জাত। গ্রীষ্ম মৌসুমে চাষের উপযোগী করে এ জাত উদ্ভাবন করা হয়েছে। জাতটি ১৯৯৮ সালে ‘অনুপমা’ নামে অনুমোদন করা হয়। ফল ডি¤¦াকৃতির হয় এবং প্রতিটি গাছে ৭৫-৮০টি ফল ধরে। একটি ফলের ওজন ২৫-৩০ গ্রাম। গাছপ্রতি ফলন ২.০-২.৫ কেজি। চারা লাগানোর ৬০ দিরে মধ্যে ফল পাকতে শুরু করে এবং মাসাধিককাল ফল সংগ্রহ করা চলে। এ জাত উচ্চ তাপ সহনশীল এবং ব্যাক্টেরিয়াজনিত ঢলে পড়া রোগ সহনশীল। গ্রীষ্ম মৌসুমে টমেটো উৎপাদনের জন্য হরমোন প্রয়োগের প্রয়োজন নেই তবে হরমোন প্রয়োগে ফলন বাড়ে। টমেটোর ত্বক পুরু ও দৃঢ় বিধায় অধিক কাল সংরক্ষণ করা যায়। এজন্য এ জাতটি দূর-দূরান্তে সরবরাহের উপযোগী। জীবনকাল ৯০-১০০ দিন। উন্নত পদ্ধতিতে চাষ করলে হেক্টরপ্রতি ফলন ৪০-৫৫ টন। বাংলাদেশের সব অঞ্চলে জাতটি চাষ করা যায়। এ জাতের টমেটো গ্রীষ্ম মৌসুমে পাওয়া যায় বলে অধিক লাভবান হওয়া যায়। জেনে নিন>>লাভজনক পদ্ধতিতে ফুলকপি চাষ Fulkaffi chash […]
[…] ওজন ৩.৫-৩.৯ গ্রাম। ফসল ৭৫-৮০ দিনে পাকে।লাভজনক পদ্ধতিতে ফুলকপি চাষ Fulkaffi chash প্রতি হেক্টরে ১.৪-১.৬ টন ফলন পাওয়া যায়। […]
[…] পড়ুন>>লাভজনক পদ্ধতিতে ফুলকপি চাষ Fulkaffi chash […]