রেমালের প্রভাবে বিরামহীন ধমকা বাতাস বৃষ্টি ও জোয়ারে পানির নীচে ঝালকাঠি শহর
রেমালের প্রভাবে বিরামহীন ধমকা বাতাসের সাথে বৃষ্টি ও জোয়ারের পানিতে ঝালকাঠি শহর প্লাবিত। ২৬ ও ২৭ মে দুদিনের বিরামহীন বৃষ্টি ও সুগন্ধা নদীর পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়ে প্রথমে নিম্নাঞ্চল ও পরে শহরের সকল রোডে পানি ঢুকে পড়ে। অনেকের বাসা বাড়িতে পানি ঢুকে জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। বাসা বাড়ি ছেড়ে মানুষ আশ্রয় গ্রহণ করছে আশ্রয় কেন্দ্রে। পানিবন্দি মানুষ গবাদি পশু নিয়ে পড়েছে মহা বিপাকে। রবিবার মধ্য রাত থেকে বিদ্যুৎ বিহীন জীবন যাপন করছে ঝালকাঠিবাসি।
ঝালকাঠি জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের জন্য শুকনো খাবার, রিলিফ ও আর্থিক সহায়তা প্রদান করা হবে। ঝালকাঠি জেলায় ৮৮৫ টি আশ্রয় কেন্দ্র খোলা রাখা হয়েছে।
Leave a Reply