ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে দি সানরাইজ কিন্ডার গার্টেন স্কুলের ৩ দিনব্যাপি ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী শনিবার (২২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে এদিন বিকেলে স্কুল মাঠে অধ্যক্ষ মোস্তফা কামালের সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন স্কুলের প্রাক্তন ছাত্র অতিরিক্ত জেলা প্রশাসক(র্বাম্মণবাড়িয়া) আব্দুল্লাহ আল মামুন।
গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও পীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি জাহেদুর রহমান জাহিদ। বিশেষ অতিথি ছিলেন, রাণীশংকৈল উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মাওলানা রজব আলী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেের টিএইএ ডা. আব্দুস সামাদ চৌধুরী,কবি-সাংবাদিক অধ্যাপক আনোয়ারুল ইসলাম,উপজেলা শ্রমিক ফেডারেশনের সভাপতি রফিকুল ইসলাম ও ঔপন্যাসিক মো. কুমের আলী।
এছাড়াও অনুষ্ঠানে রাণীশংকৈল প্রেসক্লাব(পুরাতন) সভাপতি সফিকুল ইসলাম ও সম্পাদক হুমায়ুন কবির, প্রেসক্লাব সভাপতি আশরাফুল আলম ও সম্পাদক খুরশীদ আলম শাওন, স্কুলের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও ম্যানেজিং কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী ছাত্র ছাত্রীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
একইসাথে অতিথিদেরকে সম্মাননা উপহার দেয়া হয়েছে।পরে স্থানীয় শিল্পীদের নিয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন স্কুলের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও বেতার শিল্পি অধ্যাপক প্রশান্ত বসাক।
Leave a Reply