বাগেরহাটের মোরেলগঞ্জে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়েছে।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বাগেরহাটের মোরেলগঞ্জে এ ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।
উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত এ ফ্রি মেডিকেল ক্যাম্পের নেতৃত্ব দেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি বিএমএ জেলা সাধারণ সম্পাদক মেডিসিন বিশেষজ্ঞ ডা. মো. মোশারেফ হোসেন।
এক দিনের এ ক্যাম্পে শহিদ তাজ উদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ সার্জারী ও অর্থপেডিক্স বিশেষজ্ঞ ডা. শেখ মহিউদ্দিন মাতুব্বর, ঢাকা আদদ্বীন হাসপাতালের গাইনী বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. হোসনেয়ারা খাতুন ও মোরেলগঞ্জ হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মেহজাবিন বন্যা রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন।
Leave a Reply