মোরেলগঞ্জে তেলিগাতিতে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত
বাগেরহাটের মোরেলগঞ্জে ২৯ মে তৃতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে প্রার্থীদের প্রচার প্রচারণা, সংক্ষিপ্ত পথসভা, বিভিন্ন হাট বাজারে গণসংযোগ করছেন এ ৩ প্রার্থীরা। রবিবার বিকেল ৪টায় তেলিগাতি ইউনিয়ন ইউনিয়ন পরিষষ ও আওয়ামী লীগের সহযোগী সংগঠনের উদ্যোগে এক নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত পথসভায় বক্তৃতা করেন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে (আনারস) প্রতীকের প্রার্থী মুক্তিযোদ্ধা মো. লিয়াকত আলী খান, তরুন উদীয়মান নুতন প্রজন্মের সকলের কাছে পরিচিত মুখ সাবেক ছাত্রলীগ নেতা উপজেলা ভাইস চেয়ারম্যান (চশমা) প্রতীক প্রার্থী মো. রাসেল হাওলাদার ও সাবেক ভাইস চেয়ারম্যান মহিলা আওয়ামী লীগের সভানেত্রী (কলস) প্রতীকের আজমিন নাহার।
এ বারে এ উপজেলায় মোট ভোটার রয়েছে ২ লাখ ৫৭ হাজার ৪১০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৩০ হাজার ৩১২ জন, মহিলা ১ লাখ ২৭ হাজার ৯৬ জন ও তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ২জন। ২৯ মে নির্বাচনে ১১১টি ভোট কেন্দ্রে ৬৪৯টি বুথে সাধারণ ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
Leave a Reply