কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার চর রাজিবপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ সাখোয়াত হোসাইন ৫ জানুয়ারি ২০২৫ তারিখে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সম্প্রতি প্রচারিত একটি মিথ্যা ও বানোয়াট সংবাদের তীব্র নিন্দা জানিয়েছেন।
সাংবাদিক সম্মেলনে অধ্যক্ষ সাখোয়াত হোসাইন উল্লেখ করেন যে, গত ৩ জানুয়ারি ২০২৫ তারিখে কয়েকটি অনলাইন প্ল্যাটফর্মে প্রচারিত সংবাদে বলা হয়, বিএনপির সভাপতি অধ্যাপক মোখলেচুর রহমান একটি মোটা অংকের টাকার বিনিময়ে তাকে তার পদে বহাল রেখেছেন। তিনি স্পষ্টভাবে এ সংবাদকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করেন।
অধ্যক্ষ সাখোয়াত হোসাইন বলেন, “অধ্যাপক মোখলেচুর রহমান একজন সৎ ও পরিচ্ছন্ন রাজনীতিবিদ। তার সততা এবং নিষ্ঠার বিষয়ে কারও সন্দেহ নেই। তিনি কখনও অতীতে কিংবা বর্তমানে কারও কাছ থেকে আর্থিক সুবিধা গ্রহণ করেননি। এই ধরনের মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচার করে একটি মহল তার এবং দলের সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা চালাচ্ছে।”
তিনি আরও বলেন, “আমি এবং আমার পরিবারের কেউ কখনো কোনো আর্থিক লেনদেনের সঙ্গে জড়িত ছিলাম না। ৩ তারিখে যে সংবাদটি প্রচারিত হয়েছে, তা পুরোপুরি ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত। আমি এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।”
সাংবাদিক সম্মেলনে অধ্যক্ষ সাখোয়াত হোসাইন সংশ্লিষ্ট মহলকে এই ধরনের মিথ্যা সংবাদ প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানান এবং জনগণকে বিভ্রান্ত না করার জন্য গণমাধ্যমের প্রতি অনুরোধ জানান।
উল্লেখ্য, চর রাজিবপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ সাখোয়াত হোসাইন তার দায়িত্ব পালনকালে সততা ও নিষ্ঠার জন্য এলাকায় বিশেষভাবে পরিচিত। স্থানীয়রা তার বক্তব্যকে সমর্থন জানিয়ে অপপ্রচারের বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন।
Leave a Reply