ভারত তাদের চিরশত্রু পাকিস্থানকে দুর্বল করতেই আমাদের মুক্তিযুদ্ধে সহযোগীতা করেছে। শুক্রবার
শেষ বিকেলে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নেওয়াশী ডিগ্রী কলেজ মাঠে গণ অধিকার পরিষদ আয়োজিত এক সমাবেশে এ কথা বলেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নুর।
তিনি এ সময় বলেন তারপরেও ভারত আমাদের মুক্তিযুদ্ধে সহযোগীতা করায় আমরা তাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। তারা প্রতিবেশি একটি বৃহৎ রাষ্ট্র হলেও তাদের মন অতটা বৃহৎ নয়।
আমাদের ফেলানীকে সীমান্তে তারা গুলি করে মেরে কাটা তারের বেরার ঝুলিয়ে রাখে। ভারত হাইকমিশনের সামনের সড়কের নাম ফেলানী সড়ক রাখা হয়েছে। এতে করে তাদের রাজনৈতিক নেতৃবৃন্দ যতবারই এদেশে আসবে ততবারই তাদের চোখের সামনে এ চিত্র ভেসে উঠবে।
তিনি আরো বলেন, ভারতের প্রতি আমাদের পরিস্কার বার্তা। আমরা বন্ধুত্বপুর্ণ সম্পর্ক চাই। এটি রক্ষায় দুই পক্ষকেই এগিয়ে আসতে হবে। এক পর্যায়ে তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-১ আসনের গণ অধিকার পরিষদের প্রার্থী হিসেবে বিন ইয়ামিন মোল্লাকে পরিচয় করিয়ে দিয়ে রাষ্ট্র ক্ষমতায় গেলে কুড়িগ্রাম ১ আসনকে মডেল জেলা হিসাবে নির্মাণ করার কথা বলেন।
এ সময় আরো বক্তব্য রাখেন ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা, গণ অধিকার পরিষদের মুখপাত্র ফারুক হোসেন, উচ্চতর পরিষদ সদস্য নুরে এরশাদ সিদ্দিকী, রংপুর বিভাগীয় সাংগাঠনিক সম্পাদক মাসুদ রানা মোন্নাফ প্রমুখ।
সমাবেশ শেষে নেতাকর্মীদের সাথে নিয়ে রামখানা ইউনিয়নের দক্ষিণ রামখানা কলোনিটারী গ্রামে ফেলানীর কবর জিয়ারত করতে যান গণ অধিকার পরিষদ সভাপতি নুরুল হক নুর।
Leave a Reply