ভাদ্র (মধ্য আগস্ট-মধ্য সেপ্টেম্বর): আগাম রবি সবজি বাঁধাকপি, ফুলকপি, ওলকপি, ফুলকপি, টমেটো, বেগুন, কুমড়া, লাউয়ের জমি তৈরি, চারা রোপণ, হাইব্রিড জাতের মরিচের চারা রোপণ, সার প্রয়োগ ইত্যাদি করতে হবে। মধ্যম ও নাবী রবি সবজির বীজতলা তৈরি, বীজবপন করতে হবে।
নাবী খরিফ-২ সবজি সংগ্রহ, বীজ সংরক্ষণ করতে হবে। আগে লাগানো ফলের চারার পরিচর্যাসহ ফলের উন্নত চারা বা কলম লাগানো, খুঁটি দেয়া, বেড়া দিয়ে চারাগাছ সংরক্ষণ, ফল সংগ্রহের পর গাছের অঙ্গ ছাঁটাই করতে হবে।
এ ছাড়া আবহাওয়ার অবস্থা দেখে নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সবজিসহ অন্যান্য ফসলের চাষ করতে হবে। ফসল চাষ করে যেন বেশ লাভ হয়, সেটা সর্বদাই খেয়াল রাখতে হবে। তাই ফসলের নিয়মিত পরিচর্যা করতে হবে।
Good post. I learn something new and challenging on sites I stumbleupon on a daily basis. Its always helpful to read through content from other authors and practice a little something from other web sites.
[…] বারি টমেটো-১৮: উচ্চ ফলনশীল এবং ভাইরাসরোগ ও পোকামাকড় সহনশীল। এ জাতটি ২০১৫ সালে অবমুক্ত করা হয়। প্রতিটি গাছে গড়ে ফলের সংখ্যা ৩৭টি। এতে lycopene এর পরিমাণ বেশি। বীজ বপনের ৮৫-৯০ দিন পর ফসল তোলা যায়। গড় ফলন ৭০-৮০ টন/হেক্টর। জেনে নিন>>ভাদ্র মাসে যেসব ফসল চাষ করবেন […]