তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) ভারপ্রাপ্ত অধিনায়ক ও অতিরিক্ত পরিচালক মেজর এএফএম জুলকার নাঈন বলেন, বাংলাদেশে আসলে কোনো সংখ্যালঘু নেই। কারণ হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান বা অন্য কোনো ধর্মের যারা রয়েছি তারা সবাই বাংলাদেশি।
অন্য ধর্মের যারা রয়েছেন তাদের নিরাপত্তার বিষয় নিয়ে আমরা গুরুত্ব দিয়ে কাজ করছি। বিজিবির টহলগুলোর ঐকান্তিক প্রচেষ্টায় অন্য ধর্মাবলম্বীর কারও ওপরেই কোনো ধরনের সমস্যা আসেনি। তাই গুজবে কান দেবেন না।
মেজর এএফএম জুলকার নাঈন আরও বলেন, আপনারা জানেন বর্তমানে আমরা একটি কঠিন সময় পার করছি।
এ স্থবির অবস্থা থেকে জাতিকে খুব দ্রুত বের হয়ে আসতে হবে। বিজিবি দিন-রাত ২৪ ঘণ্টা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে, যাতে করে আমরা শিগগির একটি স্বাভাবিক পরিবেশে ফেরত যেতে পারি।
এ সময় হাতীবান্ধা থানার ওসি মাহফুজার রহমান, ওসি (তদন্ত) নির্মল চন্দ্র মোহন্তসহ বিজিবি ও পুলিশের কর্মকর্তা, সিপাই ছাড়াও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
Leave a Reply