নীলফামারীতে স্কুল ছাত্রীকে জোরপূর্বক বিয়ে এবং শ্লীলতাহানির অভিযোগে সহকারী প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং উক্ত স্কুলের সকল শ্রেনীর শিক্ষার্থী এবং অভিভাবক বৃন্দ।
অভিযোগ সুত্রে জানা যায় জন্ম নিবন্ধনের ভুল সংশোধনের জন্য ভক্তভোগী শিক্ষার্থী মানষী রানী রায়কে দিনাজপুর শিক্ষাবোর্ডে নিয়ে যাওয়ার কথা বলে দিনাজপুর কান্তজিউর মন্দিরের ভিতরে নিয়ে গিয়ে জোরপূর্বক বিয়ে এবং শ্লীলতাহানি করে পলাশবাড়ী পরশমনি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হৃষিকেশ রায়।
এছাড়াও ঘটনাটি প্রকাশ না করার জন্য ভুক্তভোগী শিক্ষার্থীকে ভয় ভীতি দেখিয়ে হত্যার হুমকি দেয়। পরবর্তীতে ভুক্তভোগী শিক্ষার্থী বিষয়টি তার বাবা মাকে জানায়। পরে বিষয়টি স্কুল কর্তি পক্ষকে জানালে তিনি পালিয়ে যান।
উল্লেখ্য যে গত ১৭ আগষ্ট উক্ত স্কুলের সহকারী প্রধান শিক্ষক হৃষিকেশ রায়ের পদত্যাগের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেন উক্ত স্কুলের সকল শ্রেনীর শিক্ষার্থী এবং অভিভাবক বৃন্দ এবং ভুক্তভোগী মনিষা রায়ের পরিবারের সদস্যবৃন্দ।
Leave a Reply