নীলফামারীতে বৃষ্টির আশায় ব্যাঙ এর বিয়ের আয়োজন করা হয়েছে। ব্যাঙ কনের বাড়িতে আসেন প্রায় শতাধিক বরযাত্রীকে আপ্যায়ন করে এই বিয়ে প্রদান করা হয়েছে।
দেশে চলমান অনাবৃষ্টি এবং তীব্র তাপপ্রবাহ বেড়ে যাওয়ার কারণে নষ্ট হয়ে যাচ্ছে মাঠের ফসল ফলে চরম দুচিন্তায় পড়েছে প্রত্যন্ত অঞ্চলে কৃষকেরা, তাই আদিযুগের মানুষের প্রথা কে আবারো নতুন রুপে তুলে ধরলো নীলফামারীবাসী।
এসময় বর কোনাব্যাঙ এর বাবা মা সাজেন রাজকুমার রায় ও ললিতা রানী রায়। এবং কনে কুনিব্যাঙ এর বাবা মা সাজেন রতন রায় এবং মায়া রানী রায়।
এসময় তারা হিন্দু ধর্মীয় শাত্র মেনে এবং সর্ব প্রকার ধর্মীয় নীতি মেনে কোনা কুনি ব্যাঙ এর বিয়ে দেন।
পরে বিয়ের সব আনুষ্ঠানিকতা শেষে বর পক্ষ এবং আমন্ত্রিত অতিথি দের কে আপ্যায়ন করা হয়।
এসময় বরের বাবা রাজকুমার রায় বলেন দেশে চলমান অনাবৃষ্টির হাত থেকে রক্ষা করার জন্য আমরা গ্রামের কয়েকজন আদিপুরুষের সাথে কথা বলে আমরা এই অনুষ্ঠান টি করি৷
আমরা আশাবাদী যে আজকে যে আমরা ব্যাঙ এর বিয়ে দিলাম তার অছুলায় দুএকদিনের মধ্যে বৃষ্টি হবে।
এছাড়াও ব্যাঙ এর বিয়ে দেখতে আসা কয়েকজন উচ্ছুক জনতা বলেন আমরা এই প্রথম দেখলাম ব্যাঙ এর আগে আমরা অনেক মানুষের কাছে শুনে এসেছি ব্যাঙ এর বিয়ের কথা তবে আজকে নিজের চোখে এই বিয়ে দেখতে পেরে আমরা খুব আনন্দিত।
বিয়ের আনুষ্ঠানিকতা শেষে বরপক্ষ কনে ব্যাঙ কে নিয়ে তারা চলে যান এবং ব্যাঙ এর বিয়ে দেখতে এসময় ভির জমায় বিভিন্ন স্হান আসা উচ্ছুক জনতা।
Leave a Reply