নানা আয়োজনের মধ্য দিয়ে ডোমার বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উৎযাপন
“বঙ্গবন্ধুর স্বপ্ন ধরে ,আনব হাসি সবার ঘরে ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নানা আয়োজনের মধ্য দিয়ে নীলফামারীর ডোমারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৪ইং উদযাপিত হয়েছে।
রবিবার (১৭ মার্চ ) সূর্যোদয়ের সাথে সাথেই জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। এরপর উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ,বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান,রাজনৈতিক,সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান বেগম রৌশন, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরননবী, পৌর আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইলিয়াস হোসেন, নীলফামারী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক খায়রুল আলম বাবুল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট মনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মঞ্জরুল হক চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কর্মকর্তা আব্দুল মাবুদ, ডোমার নাট্য সমিতি মঞ্চের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সহিদার রহমান মানিক,বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা,উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম প্রমুখ।
সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণীর মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপনী ঘোষণা করেন অনুষ্ঠানের সভাপতি।
Leave a Reply