কুড়িগ্রামের নাগেশ্বরীর প্রাণকেন্দ্রে মেইন রাস্তা ময়লার দখলে।
নাগেশ্বরীর প্রাণ কেন্দ্র উপজেলা প্রশাসন কার্যালয়ে সামনে পৌর শহরের মেইন রাস্তায় ময়লার স্তুপ দিয়ে নোংরা পরিবেশ তৈরি হয়েছে।
স্থানীয়রা জানায়, এলাকার কিছু অসচেতন নাগরিক বাসা বাড়ির ময়লা এনে বিএসসি মোড় মেইন রাস্তায় ফেলে যায়। এক ব্যবসায়ী বলেন, এটি একটি পৌর সভা অথচ বিশ্ব রোডের উপর ময়লা, গন্ধে এখানে দোকানদারি করতে পারি না, কাস্টমার দোকানে বসে না।
পড়ুন>>রূপগঞ্জের মহাসড়ক যেন ময়লার ভাগাড়: বিপর্যয় হচ্ছে পরিবেশ
পথচারী লিমন বলেন, এরকম ময়লার গন্ধে মানুষ অসুস্থ হয়ে পরবে। এর একটা বিহিত করা দরকার।
Leave a Reply