কুড়িগ্রামের নাগেশ্বরীতে প্রতারক আজিজারের বিরুদ্ধে নিয়োগ বানিজ্য সহ ভুয়া এনজিও খুলে প্রতারণা করার অভিযোগ উঠেছে।
অভিযোগ সুত্রে জানাগেছে, ভুয়া এনজিও “স্বপ্ন ফাউন্ডেশন এন্ড বুটিক হাউস” নামে এনজিও খুলে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে নিয়োগ দিয়ে প্রতারণা করেন আজিজুর রহমান।
অভিযোগ সূত্রে জানাগেছে, সে দীর্ঘদিন থেকে বিভিন্ন এনজিওর নাম দিয়ে মানুষের সাথে প্রতারণা করা তার একটি ব্যবসা। তারই ধারাবাহিকতায় স্বপ্ন ফাউন্ডেশন নামে স্কুল খুলে শিক্ষক নিয়োগ দিয়ে হাতিয়ে নেয় লক্ষ লক্ষ টাকা।
শুধু তাই নয় ঝরে পড়া কর্মজীবী, পথ শিশুদের টাকা দেয়ার নামে শিক্ষকদের মাধ্যমে অগ্রণী ব্যাংক এ হিসাব খোলার নামে শিক্ষার্থীর প্রতি এক হাজার টাকা গ্রহণ করে থাকেন, বিনিময়ে ব্যাংকের একটি ভুয়া ফরম বিতরণ করে। পরবর্তীতে শিক্ষকগণ পথশিশু শিশুসহ শিক্ষার্থীদের কাছ থেকে ১০০০ করে টাকা উত্তোলন করে প্রতারক আজিজারের কাছে জমা করে। কিছুদিন পরে ব্যাংকে খোঁজ নিয়ে জানা যায় এইসব শিক্ষার্থীর নামে কোন ধরনের হিসাব খোলা হয়নি।
এ বিষয়ে শিক্ষকগণ আজিজারের সাথে যোগাযোগ করলে তিনি শিক্ষকদের সাথে টালবাহানা। এক পর্যায়ে শিক্ষকগণ টাকা ফেরত চেয়ে তাকে চাপ দিলে সে বিভিন্ন ভাবে ভয়-ভীতি দেখিয়ে শিক্ষকদের তাড়িয়ে দেয়।
শুধু তাই নয় শিক্ষকদেরকে প্রতিমাসে ১২হাজার টাকা মাসিক বেতন দেয়ার কথা বলে ভুয়া নিয়োগপত্র প্রদান করে। শিক্ষকগণ বিদ্যালয় স্থাপন সহ অবকাঠামোর হাজার হাজার টাকা খরচ করে এবং চাকুরীর জন্য আজিজারকে দিতে হয় মোটা অংকের উৎকোচ।
মাসের পর মাস বিদ্যালয়ে কোন বেতন ভাতা না পেয়ে শিক্ষকদের মনে সন্দেহ জাগে, পরবর্তীতে শিক্ষকগণ খোঁজ খবর নিয়ে জানতে পারে এটি একটি ভুয়া এনজিও স্কুল, যার কোন অফিসিয়াল অনুমোদন বা এনজিও কর্তৃক বিদ্যালয় নয়।
বিষয়টি নিয়ে এলাকায় একাধিকবার বৈঠক করে ভুক্তভোগীরা তাদের পাওনা টাকা তুলতে ব্যর্থ হয়। টাকা চাইতে গেলে উল্টো তাদেরকে বিভিন্নভাবে ভয়-ভীতি দেখাতো। ভুক্তভোগী শিক্ষকেরা উপায় অন্তর না পেয়ে বিভিন্ন দপ্তরে অভিযোগ দাখিল করেন।
ভুক্তভোগীদের দাবি প্রতারক আজিজারের বিচারের আওতায় এনে তাদের পাওনা টাকা ফেরত দেয়ার দাবি কর্তৃপক্ষের নিকট।
এ ব্যাপারে ভুক্তভোগী শিক্ষক জাহাঙ্গীর আলম বলেন আমার নিকট থেকে চাকরি দেয়ার নামে ৬০ হাজার টাকা নেয়, আমি আমার টাকা ফেরত চাই। জালাল আহমেদ রানা বলেন, আমার কাছ থেকে প্রতারণা করে টাকা নিয়েছে আমি আমার টাকা ফেরত চাই। আব্দুল জলিল বলেন তার বিরুদ্ধে বিভিন্ন জায়গায় অভিযোগ করেছি এখনো আমার পাওনা টাকা উত্তোলন করতে পারি নাই আমি খুব কষ্টে দিন কাটাইতেছি।
ফুলবাড়ীর ভুক্তভোগী হাফিজুর রহমান বলেন, আমি আজিজারের কথামত ৫শত ৫জন ছাত্রের নিকট থেকে একহাজার করে টাকা উত্তোলন করে আজিজারকে ৫লক্ষ ৫হাজার টাকা দিয়েছি। আমি আমার টাকা ফেরত সহ প্রতারকের বিচার চাই।
জোসনা বেগম বলেন, আমাকে নিয়োগ দিয়েছে, কিন্তু বেল বেতন দেয় নাই, তাই আমি আমার দেয়া টাকা এবং প্রতারণা করার কারণে চার বিচার চাই।
Leave a Reply