কুড়িগ্রামের নাগেশ্বরীতে কবি রাধাপদ রায় হামলার শিকার হয়েছেন।
নাগেশ্বরী উপজেলায় কবি রাধাপদ রায়ের (৮০) ওপর হামলার ঘটনা ঘটেছে।এতে তিনি গুরুতর আহত হন।
বর্তমানে গুরুতর আহত অবস্থায় তিনি নাগেশ্বরী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। গত শনিবার (৩০ সেপ্টেম্বর) সকালে উপজেলার ভিতরবন্দ ইউনিয়নে নিজ গ্রামে কবির ওপর হামলার ঘটনা ঘটে।
রফিকুল ওই ইউনিয়নের কচুয়ারপাড় গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে বলে জানা গেছে। ঘটনার পর থেকে গা-ঢাকা দিয়েছেন রফিকুল।
হামলার ঘটনায় কবির ছেলে যুগল চন্দ্র রায় বাদী হয়ে অভিযুক্ত রফিকুল ইসলামের নামে নাগেশ্বরী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
আহত কবি রাধাপদ রায় বলেন, শনিবার সকালে বাড়ির পাশের ডুবুরির ব্রিজের পাড়ে রফিকুল হঠাৎ করে আমার ওপর হামলা চালায়। আমার ঘাড়ে ও পিঠে বেধম মারপিট করে। পিঠের অনেক স্থানে ফেটে ক্ষত হয়েছে।
কী কারণে হামলা করেছে জানতে চাইলে তিনি বলেন, জানি না কেন সে হামলা করছে। ঘটনার সুষ্ঠু বিচার চান তিনি।
নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিকুর রহমান বলেন, ঘটনা শুনে হাসপাতালে গিয়ে কবির সঙ্গে কথা বলেছি। ঘটনায় আমরা একটা অভিযোগ পেয়েছি। মামলা হবে। অভিযুক্ত যুবককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
Leave a Reply