অবৈধ অস্ত্র উদ্ধার ও অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান পরিচালনা করেন নরসিংদী জেলা পুলিশ।
পড়ুন>>ধর্ষিতা হয়ে মা হলেন চতুর্থ শ্রেণির ছাত্রি: এখনো গ্রেফতার হয়নি ধর্ষক
শনিবার (৭ সেপ্টেম্বর) জেলা পুলিশ সুপার মোঃ আব্দুল হান্নান এর নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কে, এম শহিদুল ইসলাম সোহাগ এর নেতৃত্বে নরসিংদী মডেল থানার ওসি তানভীর আহমেদসহ সংগীয় ফোর্সের সমন্বয়ে গঠিত একটি চৌকস দল নরসিংদী পৌর শহর ও এর আশপাশ এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধার, অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেপ্তার ও মাদকের আস্তানা গুঁড়িয়ে দেওয়ার লক্ষ্যে অভিযান পরিচালনা করা হয়।
নরসিংদী মডেল থানার (ওসি) তানভীর আহমেদ প্রতিনিধিকে বলেন, জেলা পুলিশ সুপারের নির্দেশে অবৈধ অস্ত্র উদ্ধার, অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক বিক্রেতা ও তাদের আস্তানা গুঁড়িয়ে দেওয়ার জন্য এ অভিযান। তিনি আরও জানান, নরসিংদীকে সন্ত্রাস ও মাদকমুক্ত রাখতে এ অভিযান চলমান থাকবে।
Leave a Reply