নওগাঁর রাণীনগরে থানা বিএনপির কার্যালয়ে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে কতিপয় দুর্বৃত্তরা। ইতিমধ্যেই সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা পুড়িয়ে যাওয়া কার্যালয়টি পরিদর্শন করেছেন। শনিবার দিবাগত রাতের কোন এক সময় উপজেলা বাসস্ট্যান্ড সংলগ্ন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) থানা কার্যালয়ে আগুন দেয় দুর্বৃত্তরা।
এতে করে অফিসে থাকা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ছবিসহ বিভিন্ন ব্যানার ও ফেস্টুন আগুনে পুড়ে গেছে। এছাড়া অফিসে থাকা অন্যান্য আসবাবপত্রও আগুনে পুড়ে গেছে। এতে করে লক্ষাধীক টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন থানা বিএনপির আহ্বায়ক মোসারব হোসেন।
অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান বলেন পুলিশ সদস্যরা পুড়ে যাওয়া বিএনপির দলীয় কার্যালয়টি সরেজমিনে পরিদর্শন করেছে। অভিযোগ কিংবা মামলা পেলে তা তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply