সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার প্রাকৃতিক খনিজ সম্পদ নদী ও ছড়ার বালু তাহিরপুরে বালিয়াঘাটের ওমর আলীর ছেলে সাইকুল ইসলামের নেতৃত্বে বিভিন্ন ছড়া ও নদীর খনিজ বালু হরিলুট,নানা প্রক্রিয়ায় নদী ও ছড়াতে কোটি কোটি টাকার বানিজ্য চলছে বালু হরিলুট।
স্থানীয় সচেতন মহল বলে থাকেন,গত দুই সপ্তাহ ধরে উপজেলা সীমান্তের কলাগাঁও, চারাগাঁও ছড়া ও থেকে বালু উত্তোলন ও বল্ডহেড বুজাই করে বিক্রিতে মেতে উঠেছে স্থানীয় কিছু প্রভাবশালী বালুখেকো চক্র।এ উপজেলায় জনশ্রুতি রয়েছে যে অবৈধভাবে রাষ্ট্রের খনিজ প্রাকৃতিক খনিজ সম্পদ নদী ও বিভিন্ন ছড়া থেকে বালু উত্তোলন ও বিক্রি করে চিহ্নিত কিছু লোক আঙুল ফুলে কলাগাছ বনে গেছে।
তাহিরপুর থানা অফিসার ইনচার্জ ওসি মাইন উদ্দিন জানান, আমরা বিভিন্ন সময় অভিযান চালিয়ে বালুর নৌকা আটক করি আমাদের অভিযান সব সময় থাকবে।
উপজেলা নির্বাহী অফিসার সালমা পারভীন জানান, উপজেলা সীমান্তের এসব ছড়া ও নদীগুলোতে বালু উত্তোলনের কোন অনুমতি নেই।
পড়ন>>সুনামগঞ্জে দূর্নীতিবাজ ডাক্তারের অপসারণের দাবিতে ৩য় দফা কর্মসূচি পালিত
কলাগাঁও,চারাগাঁও থেকে বালু উত্তোলন সরকারিভাবে কোনো ইজারা দেওয়া হয়নি। কেউ অবৈধভাবে বালু উত্তোলন করলে তাদের বিরুদ্ধে নিয়ম মোতাবেক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply