সুনামগঞ্জ তাহিরপুর পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ ভারতীয় মদ সহ এলাকার চিহ্নিত দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে তাহিরপুর থানা পুলিশ।
সোমবার (০৭ অক্টোবর) ট্যাকেরঘাট ফাঁড়ি থানার ইনচার্জ এস আই যিশু দত্ত ও এ এস আই কামাল সহ সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার সীমান্ত জনপদ লাকমা এলাকায় সোমবার রাত সাড়ে ১২ টা থেকে ভোর পর্যন্ত পৃথক পৃথক অভিযান পরিচালনা করে ৬২ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় (অফিসার চয়েস) মদ সহ ইঞ্জিনিয়ার আব্দুল কাদির জিলানীকে গ্রেফতার করা হয়। এ সময় তার অপর দুই মাদক ব্যবসায়ী দৌড়ে পালিয়ে যায়।
এঘটনায় পৃথক পৃথক ২ টি মামলা দায়ের করা। ৩৬(১) সারণির ২৪(খ)/৩৪/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অপরাধে পৃথক দু’টি মামলা দায়ের করা হয়।
প্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলো, উপজেলার লাকমা গ্রামের ড. ইদ্রিস মিয়ার ছেলে (ইঞ্জিনিয়ার) আব্দুল কাদির জিলানী ( ৩২), অপর মামলায় একই গ্রামের মৃত আঃ রহমানের ছেলে শাহ জাহান (৫৫)।
পড়ুন>>এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হবে ১৫ অক্টোবর
মামলায় পলাতক আসামীরা হলো, উপজেলার লাকমা গ্রামের গোলাম হোসেন’র ছেলে আওয়াল মিয়া (৩০), শামছুদ্দিনের ছেলে মনু মিয়া(২৭), একই গ্রামের সাহাব উদ্দিনের ছেলে রেজাউল করিম(৪০)।
পুলিশ ও স্হানীয় সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত ওই দু’জন এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী প্রভাবশালী হওয়ায় বুক ফুলিয়ে দীর্ঘ দিন যাবত প্রকাশ্যে মাদক ব্যবসা করে আসছিলো।
এমন সংবাদ পেয়ে ট্যাকেরঘাট ফাঁড়ি থানার ইনচার্জ এস আই যিশু দত্ত সঙ্গীয় ফোর্স নিয়ে লাকমা এলাকায় অভিযান চালিয়ে ওই দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয় এবং তাদের হেফাজতে থাকা ১০২ বোতর ভারতীয় মদ উদ্ধার করা হয়। এরপর সকালে তাহিরপুর থানায় নিয়ে প্রচলিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রজু করে বিকাল ৫ টার দিকে আদালতে প্রেরণ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত ওসি মোহাম্মদ দেলোয়ার হোসেন জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে এমন অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply