সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার মাটিয়া হাওরের জেলেদের উপর অন্যায় অবিচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। জেলেদের অভিযোগ নির্দিষ্ট জলমহল ব্যতীত অন্যত্র স্থানে নিরীহ জেলেদের মাছ ধরতে নিষেধাজ্ঞা, অন্যায় ভাবে হয়রানি ও চাঁদাবাজি করছে আওয়ামী সন্ত্রাসী একটি গোষ্ঠী।
জেলেদের উপর এমন অন্যায় আচরণ ও হয়রানির প্রতিবাদে মঙ্গলবার দুপুর ১টার দিকে উপজেলা পরিষদ চত্বরের মানববন্ধন করেছে মাটিয়ান হাওড় পাড়ের মৎসজীবী সম্প্রদায়ের লোকেরা। মানববন্ধন শেষে উপজেলা সদরে একটি বিক্ষোভ মিছিল করে তারা ।
তাদের দাবি নির্ধারিত জলমহালের বাহিরে এসে যেন কেউ জেলেদের মাছ ধরতে নিষেধাজ্ঞা না দেয় এবং হয়রানি না করে।
মাটিয়ান হাওড় মৎস্যজীবী সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কামরুল, জালালাবাদ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সদস্য তৌহিদুল ইসলাম, মৎস্যজীবী নেতা শাহীনুর রহমান, সুলতান আহমদ, ইসলাম নূর প্রমুখ।
Leave a Reply