ডোমারের মিম টেলিকম দোকানের চুরির ঘটনায় ২ চোর গ্রেফতার
নীলফামারীর ডোমার বাজার পৌর এলাকার ০৩ নং ওয়ার্ড সাহাপাড়া রোডে অবস্থিত মিম টেলিকম মোবাইলের দোকানে দুধর্ষ চুরির ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে ডোমার থানা পুলিশ।
আটকৃতরা হলেন, শেরপুর জেলার মাকরাসা এলাকার মৃত জালাল মিয়ার ছেলে কামাল হোসেন(৩০) এবং কুমিল্লা জেলার সোনাকান্দা ২১ নং ওয়ার্ড এলাকার আব্দুল আউয়ালের ছেলে বাসির হোসেন বসির।
এবিষয়ে ডোমার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আরিফুল ইসলাম দুইজনকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, ভিডিও ফুটেজ যাচাই বাছাই করে দুইজন আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি।
তিনি আরও জানান, মালামাল উদ্ধারের তৎপরতা চলছে এবং গ্রেফতারকৃত দুইজনকে মঙ্গলবার দুপুরে আদালতে প্রেরন করা হয়েছে।
Leave a Reply