জনদূর্ভোগ-সাংবাদিকদের উপর হামলা নোংরা রাজনীতি বল্লেন নতুনধারা।
সারাদিন রাস্তা-ঘাট আটকে মহাসমাবেশ-শান্তি সমাবেশের জনদূর্ভোগ-সাংবাদিকদের উপর হামলা নোংরা রাজনীতি। জনগণ এমন নোংরা রাজনীতির হাত থেকে মুক্তি চায় বলে মন্তব্য করেছেন নতুনধারা বাংলাদেশ এনডিবির নেতৃবৃন্দ।
ভাইস চেয়ারম্যান ডা. নূরজাহান নীরা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, ভারপ্রাপ্ত মহাসচিব মনির জামান, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা।
সদস্য শেখ লিজা প্রমুখ আরো বলেন, নির্মম হলেও সত্য যে, জাতি হিসেবে বীরের জাতি হলেও এখন নোংরা রাজনীতির কারণে নির্মম জাতি হিসেবে বিশ্বের বুকে পরিচিতি পাচ্ছি আমরা।
নোংরা ও নির্মমতায় আমাদের রাজনীতিকেরা অন্য অনেক দেশের চেয়ে এগিয়ে আছেন বর্তমানে। এই সব ভয়ংকর রাজনীতিকদের হাত থেকে দেশকে মুক্ত করতে না পারলে হয়তো আরো দূর্ভোগ পোহাতে হবে বাংলাদেশের মানুষ।
একে তো দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে কথায় কথায়, তার উপর আবার রাজনৈতিক কর্মসূচির নামে মানুষের ভোগান্তি বাড়ানোকে কোনভাবেই রাজনীতি বলতে পারি না। এই রাজনীতি জনগণ চায় না।
(কুয়াশা চৌধুরী)
সদস্য, মিডিয়া সেল
নতুনধারা বাংলাদেশ এনডিবি
০১৭৯৫৫৬৮১৩৭
Leave a Reply