চৌহালীর এনায়েতপুর কেজির মোড় এলাকায় ট্রাকচাপায় মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। দুর্ঘটনাটি বৃহস্পতিবার ৬ ফেব্রুয়ারি সকাল ৯টার দিকে সিরাজগঞ্জ এনায়েতপুর আঞ্চলিক সড়কে এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত ব্যক্তি হলেন টাঙ্গাইল সদর থানার বেতরাইল ছিলিমপুর গ্রামের মোঃ আব্দুল হাকিমের ছেলে মেরিন ইঞ্জিনিয়ার মোঃ শামীম হোসেন (৩৫)।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানা যায়, মোটরসাইকেল করে ট্রাক চাপায় নিহত মেরিন ইঞ্জিনিয়ার মোঃ শামীম হোসেন তার ছেলের চিকিৎসার জন্য খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ এন্ড হসপিটাল থেকে টিকিট সংগ্রহ করতে টাঙ্গাইল সদরের বেতরাইল ছিলিমপুর গ্রাম থেকে আসেন। টিকিট সংগ্রহ করে এনায়েতপুর হসপিটাল থেকে বেলকুচি শ্বশুরবাড়ি যাওয়ার পথে এনায়েতপুর কেজির মোড় এলাকায় বিপরীত দিক থেকে আসা যমুনার তীর রক্ষা বাঁধের ব্লক বহনকারী ট্রাকের নীচে চাপা পড়ে ঘটনাস্থলেই মেরিন ইঞ্জিনিয়ার মোঃ শামীম হোসেন (৩৫) মারা যায়।
দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এনায়েতপুর থানার অফিসার ইনচার্জ মুঠো ফোনে জানান ট্রাকের চালক পালিয়ে যাওয়ার কারণে তাকে ধরা সম্ভব হয়নি এবং নিহত মেরিন ইঞ্জিনিয়ার মোঃ শামীম হোসেনের কোন আত্মীয়-স্বজনের সাথে এখনো যোগাযোগ করা সম্ভব হয়নি বলে মরাদেহটি এনায়েতপুর থানাতেই রাখা হয়েছে।
Leave a Reply