অবৈধ শেষ সংযোগ, গ্রাহক হয়রানি, দালাল চক্রের মাধ্যমে অবৈধ সংযোগ স্থাপনসহ নানা অনিয়মের বিষয়ে অভিযোগ ডিজিএম জসিম উদদীনের বিরুদ্ধে।
এ বিষয়ে অভিযোগ করার জন্য ছাত্র অধিকার পরিষদ নাগেশ্বরী উপজেলা সভাপতি মেহেদী হাসান পল্লী বিদ্যুতের ডিজিএম জসিম উদ্দিনের সাথে মোবাইল ফোনে কথা বলার সময় ডিজিএম সম্বোধন করায় মেজাজ হারিয়ে ক্ষিপ্ত হয়ে পড়েন।
একপর্যায়ে গণ অধিকার সম্পর্কে কটুক্তি করেন। এ বিষয়ে মেহেদী হাসানের সাথে যোগাযোগ করলে তিনি বলেন গত ১৮/০২/২৫ ইং তারিখে অবৈধ সেচ স্থাপনের ব্যাপারে নাগেশ্বরী জোনাল অফিসের ডিজিএমকে ফোন করে ডিজিএম সাহেব বলে সম্বোধন না করার কারণে বকাবকি এবং হুমকি প্রদান করা হয়।
এই বিষয়ে ছাত্র, যুব, শ্রমিক ও গণঅধিকার অধিকার পরিষদের নেতাকর্মীরা নাগেশ্বরী পল্লি বিদ্যুৎ এর ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. জসীম উদ্দিনের সাথে তার অফিসে সাক্ষাৎ করে জানতে চাওয়া হয় তাকে কি ডিজিএম সাহেব বলতে হবে? জসীম উদ্দিন বলে তাকে অবশ্যই ডিজিএম সাহেব বলতে হবে এবং তাকে ডিজিএম সাহেব বললে তিনি স্বাচ্ছন্দ্যবোধ করেন।
তিনি আরো বলেন, ইউএনও কে স্যার বলতে পারলে আমাকে সাহেব বলতে সমস্যা কি? এক পর্যায়ে তিনি উত্তেজিত হয়ে গণঅধিকার পরিষদ কে কটুক্তি করে কথা বলে, এবং অফিসে থেকে বের করে দেয়।
ডিজিএম জসিম উদ্দিনের এর বিরুদ্ধে বিদ্যুৎ সংযোগের ব্যাপারে অসংখ্য অভিযোগ রয়েছে। হাসনাবাদ ইউনিয়নের আব্দুল হাই বলেন, আমি একটি মিটারের জন্য আবেদন করেছি, যোগাযোগ না করার কারণে আমার আবেদন পরিদর্শন করতে যায়নি,অথচ দালালের মাধ্যমে আবেদন করলে অতি দ্রুত সময়ের মধ্যে সংযোগ দেয়া হয়।
শুধু তাই নয় নারায়ণগঞ্জ সোনারগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি ১ অফিসে থাকাকালীন এইচডিএম এর স্বেচ্ছাচারিতা অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন করেছিল স্থানীয় গ্রাহকগণ।
নানা অনিয়ম ও স্বেচ্ছাচারিতার কারণে এই ডিজিএম জসিম উদ্দিন কিছুদিন চাকুরিচুত্য ছিলো অবশেষে শাস্তিমুলক বদলি করা হয় নাগেশ্বরী জোনাল অফিসে।
ছাত্র অধিকার পরিষদের সভাপতি মেহেদী হাসান আরো বলেন এই দুর্নীতিবাজ ডিজিএম জসিম উদ্দিন কে অব্যহতি দিতে হবে, তা না হলে নাগেশ্বরী জোনাল অফিসের সামনে ছাত্র, যুব, শ্রমিক ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের নিয়ে অনশনে বসতে বাধ্য হবো।
Leave a Reply