কুড়িগ্রামের উলিপুরে যুবদল নেতা আশরাফুল ইসলামের হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০৯ডিসেম্বর)২৫ সকাল সারে১১ টারদিকে জেলা যুবদলের আয়োজনে দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে কলেজ মোড়ে প্রতিবাদ সমাবেশ হয়।
জেলা যুবদলের সভাপতি মোঃ রায়হান কবিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন সদর উপজেলা যুবদলের আহবায়ক নয়ন আলী,পৌর যুবদলের সদস্য সচিব শিমুল,জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মোঃ রজব আলী, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নাদিম আহমেদ।
প্রতিবাদ সমাবেশে নিহত যুবদল নেতা আশরাফুল ইসলামের পিতা আয়নাল হক, তার বক্তব্যে বলেন খালেক বাহিনীর হামলায় আমার ছেলে নিহত হয়, আমি প্রশাসনের কাছে দাবী জানাই অবিলম্বে খুনিদের গ্রেপ্তার করার। আর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছেও বিচার চাই, বক্তব্যের সময় তিনি কান্নায় ভেঙ্গে পড়েন।
অন্যান্য বক্তারা, যুবদল নেতা হত্যার ঘটনায় রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেকের গ্রুপকে দায়ী করেন। একই সঙ্গে দ্রুত উলিপুর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলামের হত্যকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবী জানান।
উল্লেখ্য, গত শুক্রবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যা সাতটার দিকে উলিপুর থানার গোল ঘরে অরাজনৈতিক একটি বিষয় নিয়ে বৈঠক চলাকালে প্রতিপক্ষের মারধরের ঘটনায় পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলামের মৃত্যু হয় বলে অভিযোগ উঠে। এ ঘটনায় নিহতের পিতা আয়নাল হক গত শনিবার (২৮ ডিসেম্বর) ২০জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরো ২৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। এদিকে হত্যাকান্ড সংঘটিত হওয়ার পরেও পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেননি বলে সমাবেশে ক্ষোভ প্রকাশ করেন যুবদল নেতারা।
সমাবেশ থেকে জেলা যুবদল সভাপতি ও সাধারণ সম্পাদক আগামী ১৫ দিনের মধ্যে খুনিদের গ্রেফতারের আল্টিমেটাম দেন, এর মধ্যে পুলিশ আসামীদের গ্রেফতারে ব্যর্থ হলে কুড়িগ্রাম জেলা যুবদল আরও কঠোর কর্মসূচি দেবেন বলে ঘোষণা দেন।
Leave a Reply