কুড়িগ্রামে পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তার বদলি ও তিস্তার ভাঙন রোধে ক্ষতিগ্রস্তদের মানববন্ধন ও বিক্ষোভ
তিস্তার ভাঙ্গনরোধে ব্যবস্থা না নেয়ায় কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীকে বদলীর দাবিতে মানববন্ধন করেছে তিস্তাপাড়ের মানুষ।
এ সময় বক্তব্য রাখেন, শহিদুল ইসলাম, আজিজার রহমান, মো: মিন্টু মিয়াসহ অন্যান্যরা। বক্তারা অভিযোগ করেন, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো: রাকিবুল হাসান কুড়িগ্রামে যোগদানের পর থেকে তিস্তার ভাঙ্গন রোধে তেমন কোন ব্যবস্থা গ্রহণ করেননি। বরং ভাঙ্গন এলাকা থেকে ফোন দিলে তিনি বিরক্ত বোধ করেন।
পড়ুন>>পাইকগাছার আগড়ঘাটা বাজারে মোবাইল কোর্ট ৪ ব্যবসায়ীর জরিমানা
এমন পরিস্থিতিতে রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা, বিদ্যানন্দ সহ পাশ্ববর্তী অনেক ইউনিয়নের শত শত ঘর-বাড়ি ও ফসলী জমি নদী গর্ভে চলে যায়। অথচ পুর্বের নির্বাহী প্রকৌশলীগণ জরুরী ভিত্তিতে কাজ করে তিস্তার ভাঙ্গন ঠেকানোর কাজ করে তাদের ঘর-বাড়ি রক্ষা করেছিল।
এ সময় তিস্তা পাড়ের মানুষকে বাঁচাতে দ্রুত তিস্তা মহাপরিকল্পণা বাস্তবায়নের দাবি জানান বক্তারা।
পরে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর বদলীর দাবিতে বিক্ষোভ মিছিল সহকারে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন মানব বন্ধনকারীরা।
এ বিষয়ে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান বলেন, এ মৌসুমে তিস্তার ভাঙন রোধে ৭-৮টি স্পষ্টে আমরা কাজ করেছি। তবে কিছু স্থানে ভাঙন আছে, সেখানেও টেন্ডারের মাধ্যমে কাজ করা হবে।
Üsküdar su tesisat ustası Su kaçağı tespiti ve tamirinde Üsküdar’da bu kadar iyi bir hizmet bulmak çok zor. Efsane Tesisat bu işi biliyor. https://www.campusacada.com/blogs/138289/%C3%9Csk%C3%BCdar-Su-Ka%C3%A7ak-Tespiti