বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সারাদেশে সহিংসতায় ছাত্র-জনতা, পুলিশ সদস্যসহ বহু মানুষ নিহত হয়েছেন।
ছাত্র আন্দোলন বিক্ষোভকারীদের ওপর পুলিশ গুলি চালালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদসহ অনেক প্রাণহানি ঘটে এর ফলে জনগণের ক্ষোভ বারে এবং প্রধান মন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের ফলে সম্ভাব্য সহিংসতার ভয়ে অনেক পুলিশ সদস্য তাদের দায়িত্ব থেকে বিরত থেকে বিভিন্ন দাবীতে কর্মবিরতি পালন করে।
শনিবার দুপুরে সরেজমিনে কাউনিয়া থানায় গিয়ে জানাগেছে, পুলিশ মহাপরিদর্শকের কাজে যোগ দেয়ার নির্দেশনার পর সারা দেশের ন্যায় বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় কাউনিয়া থানার কার্যক্রম শুরু হয়েছে।
কাউনিয়া থানা অফিসার ইনচার্জ এস এম শরিফ জানান, গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে প্রধান মন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে গেলে নিরাপত্তা আতঙ্কে অনেক থানার পুলিশ সদস্যরা কাজে যোগ দেননি কিংবা থানা ছেড়ে চলে গেলে দেশে বহু থানায় হামলা ও অগ্নিসংযোগ, অস্ত্র ও মালামাল লুট হয়। এরপর থেকে থানার কার্যক্রম বন্ধ হয়ে যায়।
বর্তমানে আমরা থানার কার্যক্রম শুরু করেছি। আমরা জিডি, অভিযোগ নেয়া সহ বিভিন্ন দাপ্তরিক কাজ চালিয়ে যাচ্ছি ।
তিনি এলাকার আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভবিক করতে দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করেন। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিদুল হক জানান, কাউনিয়ায় চলমান অরাজকতা, অগ্নিসংযোগ ও ধ্বংসাত্মক কার্যক্রম বন্ধে সেনাবাহিনীসহ অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে।
তিনি জনসাধারণের জানমাল ও সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহের সার্বিক নিরাপত্তা প্রদান, সংখ্যালঘুদের নিরাপত্তা, মন্দির গুলোর নিরাপত্তায় সকলের সহযোগিতা কামনা করেন।
Leave a Reply