রংপুরের কাউনিয়ায় সন্ত্রাসী হামলায় আহত আওয়ামীলীগ নেতা সাইফুল ইসলামকে দেখতে গেলেন বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সী।
সন্ত্রাসী হামলায় আহত কাউনিয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ সাইফুল ইসলাম সেলিমকে তার বাড়িতে দেখতে গেলেন বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি এমপি।
মন্ত্রী তার নিজস্ব তহবিল থেকে চিকিৎসার জন্য তাৎক্ষণিক ভাবে নগদ ২০ হাজার টাকা প্রদান করেন।
এসময় বাণিজ্য মন্ত্রী শনিবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে সাইফুল ইসলাম সেলিম ডাক্তারকে পুনরায় দেখানোর পরামর্শ দেন। ডাক্তার যদি তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিতে বলেন তা হলে তিনি সাইফুল ইসলাম সেলিমকে সাথে নিয়ে ঢাকায় যাবেন।
বাণিজ্য মন্ত্রী এসময় মোবাইল ফোনে সেলিমের চিকিৎসার ব্যাপারে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তারের সাথে কথাও বলেন।
উল্লেখ যে গত ২রা সেপ্টেম্বর রাত আনুমানিক ১১টার দিকে নিজ বাড়িতে যাওয়ার সময় শহীদবাগ বাজারের নিকট দূর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ সাইফুল ইসলাম সেলিম গুরুত্বর জখম হলে প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়।
বাণিজ্য মন্ত্রী দু’দিনের সফরে শুক্রবার সকালে রংপুরে এসে সকাল আনুমানিক সাড়ে ১১টার দিকে সাইফুল ইসলাম সেলিমের বাড়িতে যান। এসময় পরিবারের সদস্য ও তার ব্যক্তিগত সহকারী তুহিন চৌধুরী উপস্থিত ছিলেন।
Leave a Reply