কলকাতা বইমেলায় বইপ্রেমীদের একটা আলাদা আকর্ষণ রয়েছে বাংলাদেশের বইয়ের প্রতি। বইমেলায় বাংলাদেশ প্যাভিলিয়নে নজর কাড়া ভিড় দেখেই বুঝতে পারা যায়।
কলকাতার ঐতিহ্যবাহী আন্তর্জাতিক বইমেলায় বঙ্গভবনের আদলে তৈরি বাংলাদেশ প্যাভিলিয়ন।
কলকাতার ঐতিহ্যবাহী আন্তর্জাতিক বইমেলায় বঙ্গভবনের আদলে তৈরি বাংলাদেশ প্যাভিলিয়ন।
কলকাতার ঐতিহ্যবাহী আন্তর্জাতিক বইমেলায় মঙ্গলবার ( ১ ফেব্রুয়ারি ) বিকেলে উদ্বোধন হলো বাংলাদেশ প্যাভিলিয়ন। কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপরাষ্ট্রদূত আন্দালিব ইলিয়াস আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে এই প্যাভিলিয়নের দ্বার খুলে দেন। এরপরই প্যাভিলিয়ন উন্মুক্ত হয় বইপ্রেমী ও সাধারণ দর্শকদের জন্য। অংশগ্রহণ করুন>>মুজিব শতবর্ষ বিষয়ক প্রস্তুতিমুলক পরীক্ষা মডেল টেষ্ট-৩২
বাংলাদেশ প্যাভিলিয়ন উদ্বোধন করে উপরাষ্ট্রদূত বলেন, কলকাতায় দীর্ঘদিন ধরেই বাংলাদেশের বইয়ের একটা ভালো চাহিদা রয়েছে। প্রচুর মানুষ বাংলাদেশের বই কেনেন। কলকাতার বইপ্রেমীদের একটা আলাদা আকর্ষণও রয়েছে বাংলাদেশের বইয়ের প্রতি। এই বই-ই পারে আমাদের দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও দৃঢ় করতে।
কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপরাষ্ট্রদূত আন্দালিব ইলিয়াস কলকাতা বইমেলায় বাংলাদেশ প্যাভিলিয়নের উদ্বোধন করেন। কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপরাষ্ট্রদূত আন্দালিব ইলিয়াস আজ কলকাতা বইমেলায় বাংলাদেশ প্যাভিলিয়নের উদ্বোধন করেন। জেনে নিন>> বাংলাদেশের গুরুত্বপূর্ণ ১০০টি ভাস্কর্য
বাংলাদেশ প্যাভিলিয়ন এবার গড়া হয়েছে ঢাকার বঙ্গভবনের আদলে। এই প্যাভিলিয়নে ঠাঁই দেওয়া হয়েছে বাংলাদেশের ৪৩টি প্রকাশনা সংস্থাকে।
গত সোমবার( ৩১জানুয়ারী ) দুপুরে কলকাতার সল্টলেকের করুণাময়ীর সেন্ট্রাল পার্কে এই বইমেলার উদ্বোধন করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বইমেলার আয়োজন করে কলকাতার পাবলিসার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড। জেনে নিন>>আন্তর্জাতিক চুক্তি বিষয়ক প্রস্তুতিমুলক পরীক্ষা মডেল টেষ্ট-৩৩
সোমবার এই মেলার উদ্বোধন হলেও মঙ্গলবার এই মেলার ৯টি দ্বারই খুলে দেওয়া হয় বইপ্রেমীদের জন্য।এদিকে মঙ্গলবার বাংলাদেশ প্যাভিলিয়নের দ্বার খুলে দেওয়ার পর প্রচণ্ড ভিড় জমে যায় বাংলাদেশ প্যাভিলিয়নে।
বইপ্রেমী কলকাতার মানুষ বাংলাদেশের বই দেখার জন্য ভিড় জমান বাংলাদেশ প্যাভিলিয়নে। বিশেষ করে বাংলায় বিজ্ঞানভিত্তিক বই, বাংলায় আইন, চিকিৎসাবিজ্ঞানের বই, স্নাতকোত্তর পর্যায়ের বাংলা ভাষার বিভিন্ন বইয়ের প্রতিও চাহিদা রয়েছে।
এ ছাড়া বাংলাদেশের সমকালীন সাহিত্য, উপন্যাস, গল্প, কাব্যগ্রন্থেরও খোঁজ নিয়েছেন বইপ্রেমীরা। কিনেছেনও নানা বই আজ এই বইমেলা থেকে।
এবারের বইমেলায় ২০টি দেশের প্রকাশকেরা যোগ দিয়েছেন। দেশগুলোর মধ্যে আছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, ইতালি, জাপান, আর্জেন্টিনা, মেক্সিকো, কিউবা, অস্ট্রেলিয়া, ইরান, থাইল্যান্ড ইত্যাদি দেশ। থাইল্যান্ড এবার প্রথম এসেছে কলকাতা বইমেলায়।বড়–ছোট মিলিয়ে এবার বইয়ের স্টল হয়েছে ৯৫০টি। তথ্য সুত্র ও ছবি
[…] তবে বেলুনটি খুব বেশি গোয়েন্দা–তথ্য সংগ্রহ করতে পারবে না। ’যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় মনটানার আকাশে অবস্থান করার সময় বেলুনটি শনাক্ত করেন পেন্টাগনের কর্মকর্তারা। এরপর বাইডেনের নির্দেশে লয়েড অস্টিন গত বুধবার পেন্টাগনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বেলুনটি ভূপাতিত করার বিকল্প নিয়ে আলোচনা করেন। তবে এ সময় অস্টিন ফিলিপাইন সফর করছিলেন। পড়ুন>>কলকাতা বইমেলায় বাংলাদেশ প্যাভিলিয়নে … […]