অবিবাহিতদের চিন্তা দূর করতে ‘রোবট বউ’ নিয়ে এলো চীন
অবিকল মহিলাদের মতোই কার্যকারীতা! অবিবাহিত পুরুষদের চিন্তা দূর করতে ‘রোবট বউ’ নিয়ে এলো চীন।
ব্যাচেলরদের দুঃখ ঘোচাতে চীন নিয়ে এসেছে নতুন মডেলের ‘এআই ওয়াইফ’ অর্থাৎ ‘রোবট বউ’। যা কিনা আপনার সমস্ত আশা আকাঙ্খা পূরণ করবে। পাশাপাশি আপনার ঘরের সব কাজও করে দেবে।
বিয়ে না করে ব্যাচেলর হওয়ার যন্ত্রনায় চীনের যে সমস্ত পুরুষ দীর্ঘদিন ধরে ভুগছেন তাদের জন্যই এলো এই নতুন প্রযুক্তি।
এসব তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম Bong trand । সংবাদমাধ্যটি আরো জানায়, আধুনিক এই বউ রোবট হাসতে পারবে, কথা বলতে পারবে, আপনাকে স্পর্শ করতে পারবে, শেয়ার করতে পারবে অনুভূতিও। তাই এ রোবট সারা ফেলেছে বিশ্ববাজারে।
Leave a Reply