সৃষ্টি ডেস্কঃ ভূরুঙ্গামারীর সোনাহাট স্থল বন্দরে সোনালী ব্যাংক লিঃ, বাংলাদেশের ১২২৬ তম শাখার উদ্বোধন করা হয়েছে। বুধবার সকাল ১১ টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে সোনাহাট স্থল বন্দর শাখার শুভ উদ্বোধন করেন সোনালী ব্যাংক লিঃ, বাংলাদেশের সিইও ও ম্যানেজিং ডিরেক্টর মোঃ আতাউর রহমান প্রধান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রংপুরের জেনারেল ম্যানেজার রশিদুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার দেব শর্মা, ডেপুটি জেনারেল ম্যানেজার আব্দুল বারেক চৌধুরী। সোনালী ব্যাংক লিঃ কুড়িগ্রাম অঞ্চলের ডেপুটি জেনারেল ম্যানেজার ওবায়দুর রহমান খন্দকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন সিএন্ডএফ এর সভাপতি সরকার রকীব আহমেদ জুয়েল , সোনাহাট ডিগ্রী কলেজের অধ্যক্ষ বাবুল আক্তার,প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল হক সাধারণ ব্যবসায়ী স্বপন কুমার সাহা প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান , জন প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply