কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজার হাটে ৩৫০ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারীকে আটক করেছে রাজার হাট থানা পুলিশ।এজাহার সুত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত ১০ টা ৩০ মিনিটে রাজার হাট থানার এক মাদক বিশেষ অভিযানে উমর মজিদ ইউনিয়াধীন পান্হাপাড়া মৌজার জৈনেক আলহাজ্ব আব্দুল মালেকের পুকুরের পশ্চিম পাশ্ব হতে ৩৫০ গ্রাম গাঁজাসহ ফরিদুল ইসলাম (৪৫) নামক এক যুবক কে আটক করে রাজার হাট থানা পুলিশ।
রাজার হাট থানার অফিসার ইনচার্জ আটকের বিষয় টি স্বীকার করেন। এবং আটককৃত মাদক কারবারীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করে আজ সকালে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply