সৃষ্টি ডেস্ক: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ৮৭০ জন কৃষকের মাঝে ৫২২০ টি বিভিন্ন জাতের চারা বিনামুল্যে বিতরণ করেছে উপজেলা কৃষি বিভাগ।
সোমবার দুপুরে উপজেলা কৃষি ভবনে গাছের চারা বিতরণ করা হয়।এ সময় উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার দেব শর্মা, উপজেলা কৃষি অফিসার আসাদুজ্জামান ,উপজেলা ভাইসচেয়ারম্যান জালাল উদ্দিন মন্ডল, কৃষি সম্প্রসারন অফিসার শাহ মোঃ আপেল মাহমুদ ও প্রেস ক্লাবের সভাপতি আনোয়ারুল হক প্রমুখ উপস্থিত ছিলেন । উপজেলার ২৯ টি কৃষক গ্রুপের প্রতি গ্রুপের ৩০ জন করে কৃষককে প্রত্যেককে ৬টি করে আম, মালটা, পেয়ারা, লিচু ও জাত নিমের গাছের চারা বিতরণ করা হয়। উল্লেখ্য , রংপুর বিভাগ কৃষি ও গ্রামীন উন্নয়ন প্রকল্পের অর্থায়নে উপজেলা সম্প্রসারণ অধিদপ্তর ভূরুঙ্গামারী এসব চারা বিতরণ করে।
Leave a Reply