ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রাম পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খানের নির্দেশনায় রাত সোয়া ২ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ভুরুঙ্গামারী সার্কেল এএসপি মোঃ শওকত আলীর নেতৃত্বে ওসি মুহাঃ আতিয়ার রহমান,ইন্সপেক্টর (তদন্ত) জাহেদুল ইসলাম,এস আই আব্দুল আউয়াল সহ পুলিশের টহল দল ভারত সীমান্ত থেকে পাগলারহাট দিয়ে অবৈধভাবে ভারতীয় গরু ভুরুঙ্গামারী বাজারে আনার সময় অভিযান চালিয়ে প্রায় ৪ লক্ষ টাকা মুল্যের ৪ টি ভারতীয় গরুসহ ৫ জন চোরাকারবারিকে আটক করে। আটককৃত চোরাকারবারি উপজেলার শিলখুড়ি ইউনিয়নের দক্ষিণ ছাটগোপালপুর গ্রামের আইজ উদ্দিনের পুত্র মোঃ বাবলু মিয়া (৩০), মৃত আব্দুল হালিমের পুত্র মোঃ আনসার আলী (২৪) ও মোঃ মফিজুল ইসলাম মৃত দেলোয়ার হোসেনের পুত্র মোঃ নূর ইসলাম নুরু (৪০) পিতা মৃত দেলোয়ার হোসেন সর্ব সাং দক্ষিণ ছাট গোপালপুর ও উত্তর ছাটগোপালপুর গ্রামের মোঃ ফয়েজ উদ্দিনের পুত্র মোঃ নূর ইসলাম (২৫)। উল্লেখ্য আটক মফিজুল ইসলাম ও নুর ইসলাম নুরুর বিরুদ্ধে জোর পুর্বক জমি দখল মারপীট সংক্রান্ত থানায় জিআর ১১৩/২০ আরও একটি মামলা রয়েছে। পরে এদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনের ২৫-খ(১) (খ)ধারায় মামলা দায়ের করা হয়। মামলা নং ৪ তারিখ ০৭/০৭/২০২০ ইং। ওসি মুহাঃ আতিয়ার রহমান আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন আটক চোরাকারবারিদের বিরুদ্ধে মামলা রুজুর পর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।এএসপি সার্কেল( ভুরুঙ্গামারী) মোঃ শওকত আলী জানান, কুড়িগ্রাম জেলা পুলিশ সুপারের নির্দেশনা মোতাবেক চোরাচালান ও মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান চলছে এবং এ অভিযান অব্যাহত থাকবে।
thank you so much for this awful web site me and my phratr favored this satisfied and perceptivity