আলুর ভাইরাস জনিত রোগ Diseases caused by potato virus
রোগের নামঃ আলুর ভাইরাস জনিত রোগ
রোগের কারণঃ
Potato Leaf Roll Virus (PLRV), Potato Virus Y (PVY), Potato Virus X (PVX) এবং Potato virus S (PVS) দ্বারা এ রোগ হয়ে থাকে। ভাইরাসসমূহ জাব পোকা এবং স্পর্শের মাধ্যমে গাছ থেকে গাছে ছড়ায়।
লক্ষণঃ
- পাতায় বিভিন্ন ধরনের ছিটে দাগ পড়ে, পাতা বিকৃত ও ছোট হয়।
- আলুর জাতের উপর নির্ভর করে লক্ষন ভিন্নতর হয়।
- লতা ঝুলে পড়ে এবং পরবর্তীতে গাছ মারা যায়।
- এই সমস্ত ভাইরাস এককভাবে অথবা যৌথভাবে আলু গাছ আক্রমণ করে।
- সাধারণভাবে ভাইরাস আক্রান্ত আলু গাছ আকারে ছোট, পাতা কোঁকড়ানো, হলুদ অথবা মোজাইকের রং হয় এবং খসখসে হয় যা সহজেই নিবিড় পর্যবেক্ষণ করলে কৃষক সুস্থ গাছ থেকে ভাইরাস আক্রান্ত আলু গাছ আলাদা করতে পারবে।
- ভাইরাস রোগে আক্রান্ত হলে আলুর আকার ছোট হয় এবং আলুর উৎপাদন মারাত্মকভাবে হ্রাস পায়।
সমন্বিত দমন ব্যবস্থাপনাঃ
- সুস্থ গাছ থেকে বীজ সংগ্রহ করা।
- রোগমুাক্ত গাছ আলু সহ রোগিং করা।
- ভাইরাসের বাহক পোকা (জাব) দমন ব্যবস্থা গ্রহণ করা।
- ভাইরাস মুক্ত প্রত্যায়িত বীজ আলু ব্যবহার করা।
- আগাম জাতের আলু চাষ যা নভেম্বরের ২৫ তারিখের (১১ কার্তিক) মধ্যে করা এবং আগাম সংগ্রহ করা।
- জমি আগাছা মুক্ত করা।
- জমির আশে পাশের বিকল্প পোষক গাছ যেমন-টমেটো, তামাক, মরিচ, ধুতরা, বথুয়া, ফোসকা বেগুন ইত্যাদি থাকলে তা পরিষ্কার করা।
- সারিতে ভালভাবে মাটি উঁচু করে দেয়া।
- আলু গজানোর সাথে সাথে (২০-২৫ দিন বয়স হতে) নিয়মিতভাবে ভাইরাস আক্রান্ত গাছ রোগিং অর্থাৎ আলু সহ তুলে মাটির নীচে পুঁতে ফেলা।
- জাব পোকা দমনে ইমডাক্লোরোপি গোত্রের কীটনাশক যেমন-এডমায়ার (১ মিলি/লিটার পানিতে) অথবা টিডো (২ মিলি/লিটার পানিতে) ১০-১৫ দিন পর পর জমিতে নিয়মিত ভাবে স্প্রে করা।
- গাছের বয়স ৮০ দিন হলে আলু গাছ শিকড়সহ তুলে ফেলা এবং এরপর কমপক্ষে ৮-১০ দিন আলু জমিতে মাটির নীচে রেখে দেয়া।
[…] আলুর পাউডারী মিলডিউ রোগ ।Potato powdery mildew disease. আলুর ভাইরাস জনিত রোগ Diseases caused by potato virus আলুর ঢলে পড়া রোগ Potato droppings disease আলুর পাতা […]
[…] পাকেমাকড় এর আক্রমণ কম হয়। জানুন>>আলুর ভাইরাস জনিত রোগ Diseases caused by potato virus তবে মাঝে মাঝে পার্পল ব্লচ ও পাতা […]
[…] পাকেমাকড় এর আক্রমণ কম হয়। জানুন>>আলুর ভাইরাস জনিত রোগ Diseases caused by potato virus তবে মাঝে মাঝে পার্পল ব্লচ ও পাতা […]
[…] কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে আগাছা নাশক দিয়ে বোরো ধানের চারা পুড়িয়ে দিয়েছে দুবৃত্তরা। এতে ৭০ বিঘা জমিতে এই চারা লাগানো যেত বলে ক্ষতি গ্রস্থরা দাবী করেছে।জেনে নিন>>শীতে আলুর সার প্রয়োগ ও পরিচর্যা […]
[…] পড়ুন>>আলুর ভাইরাস জনিত রোগ Diseases caused by potato virus […]