হিমালয়ের সৌন্দর্য্য রাণি দার্জিলিং ভ্রমণ।
লালমনিরহাটের বুড়িমারী ও ভারতের কোচবিহার জেলার চ্যাংড়াবান্ধা স্থলবন্দর চেংড়াবান্দা হয়ে দার্জিলিং ভ্রমন নিয়ে কিছু কথা।
বাংলাদেশ থেকে যারা ইন্ডিয়া ঘুরতে যান তাদের বড় একটা অংশ প্রথমে পছন্দ করেন দার্জিলিং। কারণ খুব অল্প খরচে এই অপরুপ সৌন্দর্য্যের পাহাড়ি শহরটি দেখে যায়। এই শহরে একবার গেলে বার বার যেতে ইচ্ছে করবে । দার্জিলিং এর সাথে মিরিক, কালিংপং, সান্দাকুফ এবং শিলিগুড়ির প্লান করতে পারেন।
কারণ বাংলাবান্দা থেকে শিলিগুড়ি যেতে মাত্র ৩০/৪০ মিনিট সময় লাগে আর চেংড়াবান্দা থেকে শিলিগুড়ি ২ ঘন্টার উপরে সময় লাগে। তাছাড়া চেংড়াবান্দার ইমিগ্রেশন পার এর সময় দুইদেশের মামা কাকা দের জন্য ৫০০/৬০০ টাকা খরচ করা লাগে। এই খরচ এখনো বাংলাবান্দায় দেয়া লাগে না। তবে মাঝে মাঝেই বাংলা বান্দা পোর্ট বন্ধ থাকে। শুধু রওয়ানা দেয়ার আগে একটু খোঁজ নিতে হবে।
নিজে কিংবা অনলাইনে কাজ করে এমন দোকান থেকে ভিসার আবেদন করতে হবে। আবেদনের সময় প্রবেশ পোর্টের নাম দিতে হবে। ওই দোকান থেকে কিংবা নিজের বিকাশ, রকেট, নগদ বা ব্যাংকে আবেদন ফি জমা দেয়া যাবে।
যার ভাড়া পরবে ৪০০-৮০০ টাকা। ঢাকা থেকে রাতে ছেড়ে সকাল ৬/৭ টায় আপনাকে বুড়িমারি নিয়ে যাবে, প্রত্যেক বাস কাউন্টারে রেস্ট নেয়ার বা ফ্রেস হয়ার জায়গা আছে পাসপোর্ট বাস কাউন্টারের।
আপনি চাইলে সোনালী ব্যাংকে ভ্রমণ ট্যাক্স ১০০০টাকা দিতে পারবেন। আগে ট্যাক্স দিলে প্রায় ঘন্টা খানেক আগে বর্ডার ক্রস করতে পারবেন। আর ট্যাক্স দেয়া না থাকলে ইমিগ্রেশন অফিসে গিয়ে মামুদের মাধ্যমে দিতে পারবেন। ওরা আপনার ইমিগ্রেশন এর জন্য সিরিয়াল দিয়ে দিবে এর জন্য প্রতি পাসপোর্ট এ ২০০/৩০০ টাকা করে নেয়।
তাছাড়া এইসব কাজ আপনি নিজে নিজে করতে পারবেন। একটু বেশি সময় লাগবে। ৮টা থেকে ইমিগ্রেশন এর কাজ শুরু হয় তারপূর্বে খাওয়া দাওয়া করে নিতে পারেন।
এইখানে কয়েকটি ভাতের হোটেল আছে, বিশেষ করে বুড়ির হোটেল বেশ জনপ্রিয়। দুইদেশের ইমিগ্রেশন এর কাজ শেষ করে গাড়িতে ওঠার আগে একটা সিম কিনে নিবেন আর ডলার বা টাকা চেঞ্জ করে নিয়েন। বর্ডারেই কয়েকটা চেঞ্জার আছে যাচাই বাচাই করে যারা ভাল রেট দেয় তাদের কাছ থেকে নিতে পারেন।
দার্জিলিং এ ডলার রেট একটু কম। শিলিগুড়ি থেকে দূপুরের খাবার খেয়ে ওইদিনই যত তারাতারি সম্ভব বেরিয়ে পরুন দার্জিলিং এর জন্য। ৫/৬ জন এক সাথে হলে একটা জিপ ভাড়া করে নিতে পারেন ১৫/১৮ শত রুপি নিবে আর তা নাহলে বিধান মার্কেট এর কাছে টেক্সিস্ট্যান থেকে শেয়ার জিপ যায় ভাড়া নেয় ২০০/২৫০ রুপি।
মল এর আসে পাসে একটা হোটেলে ডাবল বেড ১০০০/১২০০ মধ্যে পাবেন। কয়েকটা হোটেলে আবার বাংলাদেশী পাসপোর্ট দেখলে রুমদিতে চায় না। তাই হোটেল খোজার ঝামেলা এড়াতে চাইলে অনলাইনে হোটেল বুকিং করে যেতে পারেন।
এবার হোটেলে ফ্রেস হয়ে মল চত্ত্বরে বসে বসে ঠান্ডা উপভোগ করুন। তাছাড়া আসে পাসের পাহাড়ি এলাকা আর শপিং মল(বিগ বাজার) বা লোকাল মার্কেট ঘুরে দেখতে পারেন।
এসময় আনেক গাড়ির ড্রাইভার আপনাকে টাইগার হিল যাওয়ার এবং সারাদিন সাইট সিং করার জন্য অফার করবে। গ্রুপের সদস্য বেশি হলে জিপ নিতে পারেন বা ৩/৪ জন হলে টেক্সি নিতে পারেন। রাত নয়টার পর ভাড়া করলে খরচ একটু কমেই পাবেন।জিপ সারাদিনের জন্য ১৫০০/১৭০০ রুপি আর টেক্সি ১০০০/১২০০ রুপি।
দার্জিলিং এ ঘুরে দেখার মত কিছু স্থানের মধ্যে টাইগার হিল, বাতাসিয়া লুপ,জাপানিজ টেম্পল ও পিস প্যাগোডা, রক গার্ডেন, গংগামায়া লেক, চা বাগান, ক্যাবল কার, তেঞ্জিং রক, হিমালয় মাউন্টেন ইন্সটিটিউট এবং চিড়িয়াখানা।
টাইগার হিল যাওয়ায় জন্য আপনাকে সকাল ৪টায় ঘুম থেকে উঠতে হবে গাড়ির ড্রাইভারকে হোটেলের ঠিকানা দিয়ে রাখবেন, সকাল ৪:৩০ এর দিকে এসে আপনাদের নিয়ে বেরিয়ে পারবে টাইগার হিলের পথে সূর্য উদয়ের আগেই চলে যাবেন প্রথমে মনে হবে আপনি সবার আগে চলে এসেছেন কিন্ত সেখানে গিয়ে আপনার ধারনা পাল্টে যাবে। দেখবেন আপনার মত অসংখ্য টুরিস্ট চলে এসেছে সকালের সূর্য উদয়ের সাথে কাঞ্চন জঙ্গার অসাধারণ দৃশ্য দেখার জন্য।
এসে সকালের নাস্তা খেয়ে বেরিয়ে পরুন রক গার্ডেনের জন্যে। আপনি তখন পাহাড় থেকে আসতে আসতে নিচের দিকে নামতে থাকবেন এক সময় মনে হবে সমতলে চলে আসছেন। রক গার্ডেন থেকে ফেরার পথে দেখে নিতে পারেন চিড়িয়াখানা, চা বাগান, তেঞ্জিং রক, ক্যাবল কার এর পর দুপুরের খাবার খেয়ে চলে যান জাপানিজ টেম্পল সেখানেই সূর্য অস্ত দেখে চলে আসুন মল এলাকার আসে পাশের এলাকা ঘুরে দেখতে পারেন।
ইচ্ছে না করলে মলের এরিয়াতে বসে আড্ডা দিতে দিতে রাতে খাবার খেয়ে হোটেলে গিয়ে ঘুমিয়ে পরতে পারেন।
তারপর একটা টেক্সি নিয়ে চলে যেতে পারেন ঘুম রেলস্টেশনে। যা পৃথিবীর সর্বচ্চো রেলস্টেশন। ১০০০টাকায় সেখান থেকে টয়ট্রেনে চড়ে শহরটি ভাল ভাবে উপভোগ করে পারবেন।
সন্ধ্যায় মল এরিয়া বা আসে পাশের একালাতে সময় কাটাতে পারেন। মল এর পিছনের দিকে পাহাড়ের উপরে একটা মন্দির আছে ইচ্ছে করলে সেটিও দেখে আসতে পারেন খুব ভাল লাগবে। ইন্ডিয়ায় এসে হলে বসে ছবি দেখবেন না তা কি করে হয়। তাই বিগ বাজারের সাথে সিনেমা হল থেকে নাইট শো দেখে নিতে পারেন ভাগ্য সহায় থাকলে সদ্যমুক্তি পাওয়া নতুন সিনেমা দেখতে পারবেন।
এবার রাতেই টেক্সি বা জিপ ঠিক করে রাখতে পারেন মিরিক হয়ে শিলিগুড়ি যাওয়ার জন্য। কয়েকটা ড্রাইভারের সাথে কথা বলে ঠিক করে নিয়েন। সকাল সকাল ঘুম থেকে উঠে বের হয়ে পরুন মিরিক এর জন্য, ইচ্ছে করলে সকালের নাস্তা রাস্তায় করতে পারেন।
আপনাদের কে ৯:৩০/১০ টার মধ্যে নিয়ে যাবে মিরিক লেক সেখানে ঘন্টা দুয়েক সময় কাটিয়ে আবার বেরিয়ে পরুন শিলিগুড়ির পথে। দুপুরের মধ্যেই চলে যাবেন শিলিগুড়ি।
এইদিন যদি ফিরে আসতে চান তাহলে শ্যামলী বাসের টিকেট কেটে নিতে পারেন। ইচ্ছে করলে জিপ বা টেক্সি ভাড়া করে নিতে পারেন। আর যদি শপিং করার ইচ্ছা থাকে তাহলে এই রাত শিলিগুড়ি থাকতে পারেন। শপিং এর জন্য শিলিগুড়ি তে সব চেয়ে ভাল স্থান হচ্ছে বিধান মার্কেট।
২টার দিকে আপনি চেংড়াবান্দার জন্য বেরিয়ে পরুন এবং ইন্ডিয়া ও বাংলাদেশের ইমিগ্রেশন এর সকল প্রকার ফর্মালিটি শেষ করে আপনার বাস কাউন্টারে ব্যাগ রেখে বুড়ির হোটেলে খাবার খেয়ে নিন দেখবেন মনে হচ্ছে অনেক দিন পর বাসার খাবার খাচ্ছেন। খাবারের পর আপনার বাসে উঠার পালা নির্দিস্ট সময় বাস ছাড়তে পারলে পরের দিন সকাল ৭/৮ টায় ঢাকায় চলে আসতে পারবেন।
Leave a Reply