হামার শহর ঠাকুরগাঁওটা দেখিবা চাহিলে মন
গুগোল ম্যাপে নাহিলে আইসো শোধায় মানুষ জন,
এমন শহর দেখিলে জুড়াবে কহেছু তোমার জান
ঠাকুরি-ডাইল টাঙ্গনের মাছ বাড়ায় হামার মান
রাণীশংকৈলের রাজবাড়ি কত ইতিহাস বহে
সনগাঁ মসজিদটা সম্রাট আলমের কাথা কহে
হামরা মানুষ বড় সাদাসিধা এগনাতে বাসি ভালো,
কুটুমদারি তো করি না হামরা ভিতরত থুয়ে কালো,
কাম শেষ করে মরদরা গায় হাউসে ধামের গান
শুনেহেনে ভুলি দুঃখ কষ্ট জুড়ায় হামার প্রাণ।
শব্দার্থঃ-
হামার= আমার
কহেছু= বলছি
ঠাকুরি= মাসকলাই
কহিম= বলব
হছেরে= হচ্ছে
ছে= আছে
ভাকা= ভাপা
বিহান= সকাল
কইনা= নতুন বউ
বউ= ঝি
আইত= রাত
গীত= গ্রাম্য গান যা বউ- ঝিরাই শুধু গায়
কাথা=, কথা
কহে= বলে
এগনাতে= একটুতে
কুটুম = মেহমান
মরদ= পুরুষ
ধামের গান= পালাটিয়া গান
শুনেহেনে= শুনার পরে
Leave a Reply