স্টেশনে লাইনচ্যুত সাড়ে তিন ঘন্টা বিলম্বে ছাড়লো কুড়িগ্রাম এক্সপ্রেস
কুড়িগ্রাম স্টেশন থেকে ছেড়ে যাওয়ার মুহূর্তে কুড়িগ্রাম এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনের একটি কোচ (বগি) লাইনচ্যুত হয়েছে। ফলে নির্ধারিত সময়ের চেয়ে সাড়ে তিন ঘন্টা বিলম্বে কুড়িগ্রাম থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে ট্রেনটি।
শনিবার (২১ অক্টোবর) সকালে কুড়িগ্রাম রেল স্টেশন প্লাটফর্ম এলাকায় এ লাইনচ্যুতির ঘটনা ঘটে। কুড়িগ্রাম স্টেশনের স্টেশন মাস্টার শামসুজ্জোহা এ তথ্য নিশ্চিত করেছেন।
কুড়িগ্রাম রেলওয়ে স্টেশনের স্থানিয় বাসিন্দা, প্রফেসর গোলাম ফারুক জানান, শনিবার এমনিতেই ট্রেনটি প্রায় এক ঘন্টা বিলম্ব ছিল । এর মধ্যে সোয়া আটটার দিকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার প্রাক্কালে ট্রেনটি একটু পেছনের দিকে ধাক্কা মারে।
এরপরই থেমে যায়। পড়ে জানা যায় এর একটি বগির দুটি চাকা লাইনচ্যুত হয়েছে। মেরামত করে প্রায় সাড়ে তিনঘন্টা পর পৌনে ১১ টার দিকে ট্রেন ছেড়েছে। অতিরিক্ত বিলম্বে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। অনেকে সময়মতো গন্তব্যে পৌঁছা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন।
ঘটনাস্থলে উপস্থিত প্রধান রেলযান পরীক্ষক আব্দুল মান্নান বলেন, ট্রেন ছাড়ার জন্য ইঞ্জিন প্রস্তুতিসহ সব প্রস্তুতি ছিল। এর মধ্যে খাবার গাড়ি ও শীতাতপ নিয়ন্ত্রিত কোচের ( খ কোচ) সংযোগস্থলের একটি হুকের পিনে সমস্যা দেখা যায়।
তবে চালক মোঃ আক্তারুজ্জামান বলেন, ইঞ্জিন ঘুরিয়ে যাত্রার প্রস্তুতি নেই। এসময় ট্রেন পরীক্ষকের লোকজন জানান যে দুটি বগির (কোচের) সংযোগস্থলের পিন ভেঙ্গে গেছে। সেটা পরিববর্তন করতে হবে। গার্ড সাহেব পুশব্যাক করতে বলেন। এরপর শুনি একটি বগির দুটি চাকা লাইনচ্যুত হয়েছে।
এ ব্যাপারে জানতে লালমনিরহাট রেলওয়ে বিভাগের সহকারী নির্বাহী প্রকৌশলী মামুন উর রশিদ ব্যস্ততার কারণ দেখিয়ে কথা বলতে রাজি হননি।
স্টেশন মাস্টার শামসুজ্জোহা বলেন, কুড়িগ্রাম এক্সপ্রেস ছেড়ে যাওয়ার নির্ধারিত সময় সকাল সোয়া ৭ টা। লাইনচ্যুত হওয়ার কারণে ট্রেন বিলম্বে ১০ টা ৪০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়েছে।
Leave a Reply