সিরাজগঞ্জ থেকে মোঃ রাসেল সরকার :শাহজাদপুরে উপজেলা আওয়ামীলীগের সদস্য ও উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক রাজীব শেখের মুক্তির দাবিতে শাহজাদপুর উপজেলার বেলতৈল ইউনিয়নের ঘোড়শাল সাহিত্যিক বরকতুল্লাহ ডিগ্রি কলেজ সংলগ্ন বেতকান্দি বাজার এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ আগস্ট) সকালে উপজেলার বেলতৈল ইউনিয়নবাসীর উদ্যোগে আধাঘন্টাব্যাপী এ মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
মানববন্ধন শেষে বেলতৈল ইউনিয়ন যুবলীগের সভাপতি আজিজুর রহমান বিদ্যুতের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃ মানিকের পরিচালনায়, বেলতৈল ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক লোটাস, ইউনিয়ন যুবলীগের যুগ্ম-সাধারন সম্পাদক মাবলাজ শেখ, কৃষক লীগের যুগ্ম-আহ্বায়ক আবুবকর, সাবেক সভাপতি ছানোয়ার হোসেন,যুব ও ক্রীড়া সম্পাদক তরিকুল ইসলাম, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাহেব আলী, সাধারন সম্পাদক আব্দুর রহমান, ছাত্রলীগ নেতা সেলিম শেখ, সাবেক সাংস্কৃতিক সম্পাদক মনিরুজ্জামান মুকুল, ওয়ার্ড আ.লীগের সভাপতি মনছুর আলী প্রমূখ বক্তব্য রাখেন।
এসময় বক্তারা বলেন, মিল্কভিটার রাজশাহী অঞ্চলের পরিচালক বাবুল হোসেন বাবলুর দায়ের করা একটি মিথ্যা ও হয়রানীমুলক মামলায় আওয়ামী লীগের জনপ্রিয় নেতা রাজীব শেখ দীর্ঘদিন ধরে কারাবন্দী রয়েছেন। অবিলম্বে রাজীব শেখের বিরুদ্ধে দায়েরকৃত হয়রানীমূলক মামলা প্রত্যাহার করে তার নিঃশর্ত মুক্তির দাবী জানাচ্ছি। অন্যথায়, পরবর্তীতে বৃহত্তর আন্দোলন করা হবে।
উক্ত মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচীতে বেলতৈল ইউনিয়নের আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দসহ শতাধিক এলাকাবাসী অংশগ্রহণ করে দ্রুত জনপ্রিয় আওয়ামী লীগ নেতা রাজীব শেখের নিঃশর্ত মুক্তির দাবী জানান।
Leave a Reply