রাণীশংকৈলে ৩ ডিসেম্বর পাক হানাদার মুক্ত দিবস পালিত
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ৩ ডিসেম্বর পাক হানাদার মুক্ত দিবস পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে এদিন মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ১৯৭১ সালের এই দিনে পাক হানাদার বাহিনীর কবল থেকে মুক্ত হয় ঠাকুরগাঁও জেলাসহ রাণীশংকৈল উপজেলা। আনন্দ-উল্লাসে মেতে ওঠে উপজেলার মুক্তিকামী মানুষ।
পড়ুন>> সাইফুল হত্যার আসামির পক্ষে ওকালতনামা; বিক্ষোভের মুখে এপিপির পদত্যাগ
এদিনে যুদ্ধকালীন কমান্ডার সিরাজুল ইসলাম সকাল ১০ টায় রাণীশংকৈল থানায় পতাকা উত্তোলন করে রাণীশংকৈল উপজেলাকে পাক হানাদার মুক্ত ঘোষণা করেন।
আলোচনা সভায় রক্তক্ষয়ী ৭১ এর যুদ্ধকালীন ঘটনার উপর স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন,বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, বিদেশী চন্দ্র রায়, সিরাজুল ইসলাম ও ফজলুল করিম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসানের সভাপতিত্বে আরো বক্তব্য দেন, উপজেলা বিএনপি’র সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আল্লামা আল ওয়াদুদ বিন নূর আলিফ, পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহজাহান আলী, সাধারণ সম্পাদক মহসিন আলী, জামায়াতে ইসলামীর পৌর আমীর আব্দুল মতিন বিশ্বাস, সেনাবানীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার ফিরোজ কামরুজ্জামান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক তারেক হোসেন, প্রেসক্লাব (পুরাতন) এর সভাপতি সফিকুল ইসলাম শিল্পী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির প্রমুখ।
এছাড়াও রাণীশংকৈল প্রেসক্লাবের যুগ্ন আহবায়ক আবুল কালাম আজাদ, সাংবাদিক মাহাবুব আলম, খালিদ মাহমুদ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, বিভিন্ন সরকারি কর্মকর্তা,
রাজনৈতিক -সামাজিক ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
Leave a Reply