তারিকুল ইসলাম তারা রাজিবপুরঃ কুড়িগ্রামের রাজিবপুরে দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের রিফ্রেসার্স প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ১০ আগষ্ট সকাল ১০ টায় চর রাজিবপুর টেকনিক্যাল কলেজ সংলগ্ন ফেডারেশন হলরুমে সঙ্গ প্রকল্পের আয়োজনে, করডেইট আরডিআরএস বাংলাদেশ এর বাস্তবায়নে, রাজিবপুর ইউনিয়ন পরিষদ এর প্যানেল চেয়ারম্যান নুরুল ইসলাম এর সভাপতিত্বে, দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের রিফ্রেসার্স প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রশিক্ষণ প্রদান করেন, টেকনিক্যাল অফিসার জাকারিয়া রায়হান, সহযোগীতায় ইউ এস আশরাফুজ্জামান, এ সময় দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সকল সদস্যগন প্রশিক্ষণে অংশ গ্রহন করেন।
Good post. I learn something new and challenging on sites I stumbleupon on a daily basis. Its always helpful to read through content from other authors and practice a little something from other web sites.