উত্তর জনপদের শষ্য ভান্ডার হিসেবে খ্যাত নওগাঁর একমাত্র উল্লেখযোগ্য মান্দায় বেশিরভাগ পাটের চাষ হওয়ায় নন্দা উপজেলায় গত বছরের সে এবার পাটের লক্ষ্যমাত্রা অনেক বেশি ও পাটের ফলন হয়েছে অনেক ভালো তাই উপজেলার কৃষকেরা এখন কোমর পানিতে নেমে পাটের আঁশ ছাড়ানো ও ধোয়ার কাজে ব্যস্ত সময় পার করছেন তারা।
জানুন> লাভজনক পদ্ধতিতে ফুলকপি চাষ Fulkaffi chash
বর্তমানে উপজেলার ১৪ টি ইউনিয়নের প্রতিটি এলাকায় পাট কাটা, জাগ দেওয়া ও পাটকাঠি থেকে পাট ছাড়ানোর কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষাণ-কৃষাণীরা। অন্য বছরের তুলনায় এবার পাটের দাম বেশি হওয়ায় কৃষকের মুখে ফুঁটেছে হাঁসির ঝিলিক। তবে কৃষকেরা বলেন পাটের দাম যা আছে এর চেয়ে একটু বেশি যদি হয় তাহলে কৃষকের যে পরিমাণ খরচ হয়েছে তা ভালোভাবে পুষিয়ে নিতে পারবে।
তবে এ বিষয়ে মান্দা উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিন বলেন. মান্দা উপজেলায় এবার পাটের চাষ হয়েছে পাটের ফলন ভালো হয়েছে, আমরা উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে ভর্তুকির মাধ্যমে কৃষকের মাঝে, পাটের বীজ বিতরণ করেছি
Leave a Reply